দেশনিউজ

ভারী বৃষ্টির জেরে, বন্ধ থাকছে স্কুল এবং কলেজ

Advertisement

সম্প্রতি কিছুদিন আগেই ভারতের দক্ষিনী দেশগুলি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তার ঝড়ো ইনিংস চালানোর পর অবশেষে ক্ষান্ত হয়। ১৬ ই অক্টোবর দেশ থেকে পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু।তবে এবারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী নয়, তামিলনাড়ুর কিছু রাজ্যে প্রকোপ পড়তে চলেছে উত্তর – পূর্ব মৌসুমী বায়ুর।যার ফলে তামিলনাড়ুর কিছু রাজ্যগুলিতে স্বাভাবিক গতিধারা ব্যহত হতে চলেছে।

রিজিওনাল অফিস অফ নীলগিরি সোমবার পূর্বাভাস দেয় যে, আগামী ৫ দিন ধরে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী ধর্মাপুরী, কৃষ্ণগিরি, সালেম, ভেল্লোর, এই জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তামিলনাড়ুর যেসব পাহাড়ি এলাকা যেমন নীলগিরি, কোয়েম্বাটুর, দীগুল প্রভৃতি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ভারী বৃষ্টির জেরে বন্ধ থাকতে চলেছে তামিলনাড়ুর কিছু স্কুল এবং কলেজ। ভারী বৃষ্টির কারণে তামিলনাড়ুর রমানাথপুরমে সোমবার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়। তাছাড়া কোয়েম্বাটুর এবং কন্যাকুমারীতেও ভারী বৃষ্টি জেরে মঙ্গলবার কিছু স্কুল এবং কলেজ বন্ধ থাকে।

Related Articles

Back to top button