ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে আসছে নতুন Tata Sumo 2023 , দেখুন এর নতুন ফিচার

এই গাড়িটি আপনি খুব সহজেই কিনতে পারবেন এই বছরের শেষের মধ্যে

Advertisement

ভারতে একটা বিশাল সময় ধরে SUV বাজারে রাজ করে এসেছে টাটা সুমো। এই গাড়িটি ভারতের সবথেকে বড় SUV গাড়িও বটে। এক গাড়িতে আপনি অনেক ফিচার একসাথে পেয়ে যান। সেই কারণেই এই গাড়ির ভারতের বাজারে একটা আলাদা ডিমান্ড আছে। তবে , এবারে ভারতের বাজারে নতুন করে আধিপত্য স্থাপন করতে আসছে একটি নতুন রূপের Tata Sumo। এই নতুন Tata Sumo গাড়িতে আপনি পাবেন একেবারে দারুন স্পেসিফিকেশনের ইঞ্জিন। তার সাথেই থাকবে আরো কিছু আধুনিক আধুনিক ফিচার। এই ফিচারের সম্ভারে এই গাড়িটি হয়ে উঠেছে এখন ভারতে এক নম্বর suv। এই গাড়িটিতে আপনি পাবেন ২৯৩৬ cc ইঞ্জিন, যা এমনিতে সাধারণ কোনো গাড়িতে দেওয়া হয়না। চলুন তাহলে এই গাড়ির ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন টাটা সুমো

এই নতুন গাড়িটিতে আপনি আরও বেশি কেবিন স্পেস পাচ্ছেন। মূলত Tata Sumo গাড়ির জনপ্রিয়তার কথা বিবেচনা করে কোম্পানি Tata Sumo 2023 চালু করার প্রস্তুতি নিচ্ছে। এর লুক খুব ফ্রেশ হতে চলেছে। এতে অনেক আধুনিক ফিচারও দিতে যাচ্ছে কোম্পানিটি।

আমরা যদি নিউ টাটা সুমো ২০২৩ এর শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তাহলে আপনি এতে ২৯৩৬cc ডিজেল ইঞ্জিন পাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে যখন এটি ভারতীয় বাজারে উপস্থিত ছিল। তখন এটি প্রতি লিটারে ১৫ কিলোমিটার মাইলেজ পেত। কোম্পানি BS4 ইঞ্জিন সহ এই SUV আপডেট করেছিল। কিন্তু পরে কোম্পানিকে তা বন্ধ করতে হয়।

রিপোর্ট বলছে, Tata Sumo 2023 এই বছরের আগস্টের মধ্যে লঞ্চ হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। ক্রুজ নিয়ন্ত্রণের পাশাপাশি, আপনি এই SUV-তে অনেক আধুনিক বৈশিষ্ট্যও পেতে পারেন। সংস্থাটি এর সুরক্ষার দিকেও অনেক মনোযোগ দিচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যও এতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর লুকও অনেক উন্নত করা হচ্ছে। নতুন Tata Sumo 2023-এর দাম কত হতে পারে তা অনুমান করা যেতে পারে। এই গাড়ির দাম মোটামুটি ৬.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। কোম্পানি এটি ডিজেল ভেরিয়েন্টে অফার করতে পারে।

Related Articles

Back to top button