ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বয়সকালে আর থাকবে না অর্থ কষ্ট, প্রতি মাসে পেয়ে যাবেন নিশ্চিত পেনশন – PENSION PLAN

Advertisement

SBI দেশের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে একটি। এটিতে প্রচুর সরকারী প্রকল্প রয়েছে যা জনগণকে উপকৃত করে চলেছে। সম্প্রতি এসবিআই একটি দুর্দান্ত স্কিম চালু করেছে। এই স্কিমে ভাল বিনিয়োগ করে, আপনি অবসর গ্রহণের পরে একটি সুন্দর জীবন যাপন করতে পারেন। এসবিআইয়ের এই স্কিমে বিনিয়োগ করে আপনি বৃদ্ধ বয়সে নিয়মিত আয় লাভ করতে পারবেন। আসলে আমরা এসবিআই সরল পেনশন প্ল্যানের কথা বলছি। এসবিআইয়ের এই বিশেষ স্কিমে অবসর গ্রহণের পর অ্যাকাউন্টহোল্ডার নিজের মতো করে পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এর পাশাপাশি আপনি জীবন বীমাও যুক্ত করতে পারেন। এ ছাড়া বিনিয়োগকারীরা এতে বোনাসও পান। এই স্কিমের আওতায় পূর্ণ জীবন পেনশনের সুবিধাও লাভ করবেন। আসুন এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এটা ইতিমধ্যে নিশ্চই বুঝতে পারছেন না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাশ্রয়ী মূল্যের পেনশন স্কিম। এতে বিনিয়োগ অবসর গ্রহণ করার পরেও বৃদ্ধ বয়সে আপনার কাছে থাকবে আর্থিক সহায়তা। একই সময়ে আপনি এই বেতন পরিকল্পনায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা যুক্ত করতে পারেন এবং আপনি এই স্কিমে 5 বছরের জন্য বোনাস লাভের সুবিধাও পাচ্ছেন।

Sbi
SBI

এই স্কিমের মাধ্যমে আপনি প্রয়োজনে এককালীন অর্থ জমা দিয়ে এক তৃতীয়াংশ অর্থ উত্তোলন করতে পারবেন। এতে আপনি কোনো ধরনের বোনাস পাবেন না। এই স্কিমে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন এবং আপনি ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। আপনি যদি এই পরিকল্পনায় বিনিয়োগের পরিমাণ প্রত্যাহার করে স্কিমটি বন্ধ করার কথা ভাবেন তবে আপনাকে মুনাফার উপর ট্যাক্স দিতে হবে। যদি এই স্কিমের সুবিধা নেন তবে ব্যাঙ্ক ৬ শতাংশ পিপিএফ রিটার্নও দিয়ে থাকে। একই সঙ্গে একসঙ্গে বা বার্ষিক অর্থ বিনিয়োগের ও নিয়ম রয়েছে। এর পাশাপাশি আপনি স্কিমে মিউচুয়াল ফান্ড বা এফডির মাধ্যমে অর্থ জমা করতে পারেন।

Related Articles

Back to top button