তড়িৎ ঘোষঃ ভারতীয় ক্রিকেট যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন একজনেরই কথা মাথায় আসে, তিনি মহারাজ, সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০০০ সালে বোর্ড যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং কেউ ক্যাপ্টেন্সির দায়ভার নিতে চায়নি তখন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় তাঁর উদ্দেশ্যে “পারবি ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে?” এবং তিনি তা গ্রহণ করেন আর তারপর শুরু হয় ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ।
একইভাবে ভারতীয় ক্রিকেট প্রশাসক সংস্থা এখন শোচনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে এবং আবার সেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ বেলা ১১টার সময় অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করবেন।
১০ মাসের কর্মজীবন শুরু হতে চলেছে । অত্যন্ত কাজপাগল মানুষ তিনি তাই আগের দিনই পৌঁছে গেছেন সেখানে এবং সবকিছু বুঝে নেওয়ার জন্য দফায় দফায় বৈঠক করেন আগের কর্মকর্তাদের সঙ্গে। দেখে নেন অডিট রিপোর্ট ও।
এতদিন ছিলেন বাংলার ক্রিকেট প্রশাসনের প্রধান এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনের প্রধান। “বাংলার জন্য কী করতে চান?” সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান “বাংলার এখন পর্যন্ত একবারও রঞ্জি ট্রফি জিতেনি। আশা করি এবার জিতবে”