চাষের মরশুমে হাপিত্যেশ করে বসে থাকে বাংলার কৃষকেরা। বৃষ্টির দেখা মেলে না সময় মতো। এবার যেন ওলটপুরাণ, ফিরে গিয়েও যেতে চাইছে না বর্ষা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজার মতো কালীপূজাতেও বৃষ্টি ভিজতে পারে বাঙালি, এমনই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ হতে পারে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ ও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়িয়ে অন্ধ উপকূলে প্রবেশ করলে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, বর্ধমান ও বীরভূমেও। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গে বর্ষণের আশঙ্কা থাকলেও, উত্তরবঙ্গে আগামী শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। যা চলবে শনিবার পর্যন্ত।