দেশনিউজ

RBI এর নতুন নিয়মে বাম্পার সুবিধা পাবেন হোম লোন গ্রহণকারীরা, দেরি না করে জেনে নিন এখানেই

কাগজপত্র ঠিক সময় ফেরত না দিতে পারলে ব্যাঙ্ককে ভারী জরিমানা দিতে হবে

Advertisement

বর্তমান মূল্যবৃদ্ধির সাথে টেক্কা দিয়ে চলতে গিয়ে এখন সাধারণ মানুষ মাসের শেষে কিছু মাত্র টাকা সঞ্চয় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। আর অন্যদিকে লাফিয়ে বাড়ছে জায়গা জমির দাম। তাই এখন যদি কেউ বাড়ি করতে চান তাহলে তাকে অবশ্যই ব্যাংকের হোম লোনের দ্বারস্থ হতে হচ্ছে। অনেকেরই আজকাল হয়তো হোম লোন চলছে। তাদের হোম লোন চলছে তাদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আরবিআই তাদের নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে এবার হোম লোন শোধ করার পরে আপনাকে রেজিস্ট্রেশন কাগজপত্র ফেরত পেতে ঝক্কি পোহাতে হবে না। বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন।

অনেকেই অভিযোগ জানান যে লোন পরিশোধ করার পরও ব্যাংক রেজিস্ট্রেশন কাগজপত্র ফেরত দিতে অনেক সময় নেয়। তাই এবার আরবিআই নির্দেশিকা জারি করে জানিয়েছে যে ব্যাংক যদি হোম লোন শোধ করার পরেও কাগজপত্র ফেরাতে দেরি করে তাহলে ব্যাংককে বড় জরিমানা দিতে হবে। ঋণের পুরো টাকা পরিশোধের ৩০ দিনের মধ্যে সব কাগজপত্র ফেরত দিতে হবে। এই সময়ের পরে ব্যাঙ্ক যদি কাগজপত্র ফেরত না করে তবে তাদের ভারী জরিমানা দিতে হবে। প্রতিদিন ৫,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকা সংশ্লিষ্ট সম্পত্তির মালিককে দিতে হবে।

RBI প্রকাশিত এই নতুন নিয়ম কার্যকর হবে ১ লা ডিসেম্বর, ২০২৩ থেকে। এছাড়া যদি কোনও ঋণগ্রহীতার সম্পত্তির নথি হারিয়ে যায়, তবে ব্যাঙ্ককে নথিগুলির নকল কপি পেতে গ্রাহককে সহায়তা করতে হবে। আর এর মাঝে যদি ঋণগ্রহীতার মৃত্যু হয় তাহলে বৈধ উত্তরাধিকারী সমস্ত কাগজপত্র পেয়ে যাবেন।

Related Articles

Back to top button