HERO নয় ZERO, ইলেকট্রিক বাইকের জগতে নতুন মাইলফলক লঞ্চ করল আমেরিকান কোম্পানি – ELECTRIC BIKE
আমেরিকান নির্মাতা জিরো মোটরসাইকেল দ্বারা তৈরি, জিরো ডিএস একটি সম্পূর্ণ-ইলেকট্রিক মোটরসাইকেল।
ইলেকট্রিক বাইকের জগতে এবার আগমন ঘটলো আমেরিকান বাইক নির্মাণ কোম্পানি জিরো মোটরসাইকেলের। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, সাম্প্রতিক আমেরিকান কোম্পানি জিরো ডিএস একটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। যা প্রথম দর্শনে আপনার কাছে অ্যাভেঞ্জার বাইক বলে মনে হবে। অর্থাৎ এর ডিজাইনে বিশেষ যত্নশীলতার পরিচয় দিয়েছে সংস্থাটি। সাধারণ অ্যাভেঞ্জার গাড়ির মত বৃহৎ আকার ট্যাংকি প্রদান করার পাশাপাশি একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে নতুন এই ইলেকট্রিক বাইকে।
আমরা আপনাদের বলে রাখি, সম্প্রতি ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানী তেলের উর্ধ্বমূল্যের কারণে মূলত ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা চোখে পড়ার মতো। বর্তমানে একাধিক কোম্পানি ইলেকট্রিক স্কুটার বিক্রি করলেও হাতেগোনা কয়েকটি কোম্পানি বিশ্ববাজারে ইলেকট্রিক বাইক বিক্রি করছে। এবার সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে আমেরিকান ভিত্তিক কোম্পানি জিরো।
উল্লেখ্য, আমেরিকান নির্মাতা জিরো মোটরসাইকেল দ্বারা তৈরি, জিরো ডিএস একটি সম্পূর্ণ-ইলেকট্রিক মোটরসাইকেল। যদি গাড়িটির বিশেষত্বের কথা বলি, তবে এতে অধিক মাইলেজের জন্য ৭ কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা এক চার্জে গাড়িটিকে সর্বোচ্চ ৮০ মাইল মাইলেজ দিতে পারে। শুধু তাই নয়, দুর্দান্ত এই বাইকটি সর্বোচ্চ ৯৮ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। পাশাপাশি যদি জিরো ডিএস ইলেকট্রিক বাইকের অত্যাধুনিক প্রযুক্তির কথা বলি, তবে এতে ৭ ইঞ্চির ডিসপ্লে লক্ষ্য করা যাবে। সাথে ABS ব্রেকিং সিস্টেম চালকদের নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি, ইউএসবি পোর্ট, ওয়েদার আপডেট, ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটরের মতো সুবিধাও লক্ষ্য করা যাবে।