শেষ কিছু বছরে ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে একচেটিয়া একাধিপত্য বিস্তার করেছিল দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রি। ‘বাহুবলী‘, ‘পুষ্পা‘, ‘কান্তারা‘ এর মত একের পর এক হিট সিনেমা অফার করছে এই ইন্ড্রাস্ট্রি। তবে বহুদিন পর এবার এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে যা বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বলার দরকার পড়ে না যে এই সিনেমায় রয়েছেন কিং খান শাহরুখ খান। তাঁর নতুন ‘জওয়ান‘ সিনেমা ভারতের মাটিতে হইচই ফেলে দিয়েছে। আট থেকে আশি সকলেই সিনেমা হলের সামনে ভিড় করছেন এই সিনেমা দেখার জন্য। বলা যেতে পারে, এই সিনেমা নতুন করে গোটা বলিউড ইন্ড্রাস্ট্রির মানদন্ড হয়ে উঠেছে।
আপনাদের জানিয়ে রাখি, ছবি রিলিজের প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করে নিজের যাত্রা শুরু করেছিল সিনেমাটি। তারপর আর কোনোদিন ঘরে তাকাতে হয়নি প্যান ইন্ডিয়া সিনেমাটিকে। একের পর এক রেকর্ড চুরমার করে আজ ১ সপ্তাহ পরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে এই ধামাকাদার সিনেমা। এমনকি প্রত্যেকটি হলে দিনের সিংহভাগ শোয়ে চলছে এই সিনেমা। এক সপ্তাহ বাদে ‘জওয়ান‘ ভারতের বক্স অফিসে ৩২৮ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে বিশ্বব্যাপী এর আয় ৬০০ কোটির টাকারও বেশি। রেড চিলিস এন্টারটেইনমেন্টের মতে, ছবিটি বিশ্বব্যাপী ৬৬০.০৩ কোটি টাকা আয় করেছে। বক্স অফিস বিশ্বব্যাপী, ‘জওয়ান‘ আজ বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকা গ্রস মার্ক অতিক্রম করতে প্রস্তুত।
আপনাদের জানিয়ে রাখি, বলিউড সিনেমার ইতিহাসে এক অনন্য নজির গড়েছে এই সিনেমা। এই প্রথম কোনো সিনেমা এক সপ্তাহে এত টাকা আয় করেছে। আর এর সম্পূর্ণ ক্রেডিট পরিচালক অ্যাটলি ও সুপারস্টার কিং খানের। পাশাপাশি এই সিনেমা জমিয়ে দিয়েছেন বিজয় সেতুপতি ও নয়নতারা। এবার কিং খান ফ্যানদের মনে একটাই প্রশ্ন, বছরের শেষে শাহরুখ খানের ‘ডানকি‘ কি পিছনে ফেলে দেবে ‘জওয়ান‘ কেও?