টেক বার্তা

TATA NEXON ও MARUTI BREZZA – র মধ্যে কোন গাড়িটি হবে বেস্ট? জানুন এই দুটি গাড়ির ব্যাপারে বিস্তারিত

এই দুটি গাড়ি এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Advertisement

ভারতের বাজারে আজকাল একাধিক নতুন নতুন গাড়ি লঞ্চ করছে টাটা মোটরস কোম্পানিটি। অন্যদিকে মারুতি সুজুকি কোম্পানিটি ও যে একেবারে পিছিয়ে রয়েছে সেরকমটা বলা যাবে না। সম্প্রতি একই রেঞ্জে টাটা এবং মারুতি সুজুকি দুটি গাড়ি বাজারে এনেছে। এই দুটি গাড়িগুলো যথাক্রমে টাটা নেক্সন এবং মারুতি ব্রেজ্জা। এই দুটি গাড়ির আগমনের সাথেই গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার খেলা। ১০ লাখের কমের সেগমেন্টে কোন গাড়ি সব থেকে ভালো হবে, সেই নিয়ে শুরু হয়েছে চর্চা এবং আলোচনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন গাড়িটি এই রেঞ্জের সবথেকে ভালো গাড়ি এবং কোনটি আপনার কেনা উচিত।

২০২৩ সালে টাটা nexon ফেস লিফটের একাধিক মডেল লাইনআপে নিয়ে এসেছিল কোম্পানিটি। এই মুহূর্তে চারটি ট্রিমে উপলব্ধ রয়েছে এই গাড়ি – স্মার্ট পিওর ক্রিয়েটিভ এবং ফিয়ারলেস। বর্তমানে ৮.১০ লক্ষ টাকা থেকে শুরু করে ১২.৯৯ লক্ষ টাকা পর্যন্ত এই গাড়ির দাম হতে পারে। অন্যদিকে, এই একই রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন মারুতি ব্রেজ্জা। এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৮.২৯ লাখ টাকা থেকে এবং সর্বাধিক দাম ১৪.১৪ লক্ষ টাকা। অর্থাৎ বলতে গেলে নেক্সন গাড়িটির বেস ভেরিয়েন্ট এর মূল্য, মারুতি থেকে ১৯ হাজার টাকা কম। তবে এর টপ ভেরিয়েন্ট এর দাম এক লক্ষ টাকার বেশি। ফলে দামের দিক থেকে জয়ী হচ্ছে নতুন নেক্সন গাড়িটি। টাটা নেক্সন সবদিক থেকেই লাভজনক।

নতুন নেক্সন গাড়িতে আপনি শক্তিশালী টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। এই গাড়িতে ইঞ্জিনের সাথে রয়েছে চারটি গিয়ার বক্স বিকল্প। নেক্সন এর পেট্রোল মডেলটি আপনাকে ২৩ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। অন্যদিকে মারুতি ব্রেজা গাড়িতে শুধুমাত্র একটি ন্যাচারাল অ্যাসপীরেটেড পেট্রল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড টর্ক কনভার্টারের সঙ্গে যুক্ত হতে পারে। তবে মাইলেজের দিক থেকে এই গাড়িটি একটু এগিয়ে। আপনি যদি এই গাড়িটি কেনেন তাহলে আপনি প্রতি লিটারে প্রায় ২৬ কিলোমিটার মত মাইলেজ পাবেন। তবে হ্যাঁ সুরক্ষার দিক থেকে কিন্তু নেক্সন অবশ্যই এগিয়ে। তাই সুরক্ষা যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে আপনি নেক্সন কিনতে পারেন। তবে শুধুমাত্র যদি মাইলেজ এর জন্য গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই ব্রেজা।

Related Articles

Back to top button