তড়িৎ ঘোষ : সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই ভবিষ্যতবাণী করছিলেন যে “আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটাররা বোর্ডের সাথে তাদের সমস্যা খুব তাড়াতাড়ি মিটিয়ে নেবে”। সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেলো। গতকাল সন্ধ্যায়(২৩ অক্টোবর) বাংলাদেশ বোর্ড ক্রিকেটারদের সাথে মিটিং এ বসে এবং সেই মিটিং অত্যন্ত ফলপ্রসূ হয়।
মিটিং শেষে খেলোয়াড়দের নিয়ে বোর্ড একটি যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেখানে বোর্ডের পক্ষে নাজমুল হাসান বলেন “আমরা ক্রিকেটারদের অধিকাংশ দাবী মেনে নিয়েছি তাই তারা খুব তাড়াতাড়ি স্বাভাবিক ক্রিকেটে ফিরছে”। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি জানান “আমরা আজ খুব খুশি যে বোর্ড আমাদের অধিকাংশ দাবী মেনে নিয়েছে, আমাদের খুশি ভাষায় ব্যক্ত করা যাবে না। আমরা ২৫শে অক্টোবর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিচ্ছি”। সত্যি কথা বলতে ভারত বর্তমান সময়ে বিশ্বের অন্যতম হেভিওয়েট দল। সেই দলের সঙ্গে সফরের আগে বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘট বাংলাদেশ বোর্ডকে অত্যন্ত চাপের মুখে ফেলে দিয়েছিল। তাই জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে বাধ্য হতে হয় বাংলাদেশ বোর্ডকে।