মেয়েদের হৃদয়ে রাজত্ব করতে এসে গেল এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম এবং সমস্ত ফিচার – NEW ELECTRIC SCOOTER
এই নতুন ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে ভেলোসিটি ইলেকট্রিক
দেশের বৈদ্যুতিক গাড়ির বাজার এই মুহূর্তে একেবারে চনমনে রয়েছে। বৈদ্যুতিক স্কুটার সেগমেন্টে ৫০টিরও বেশি কোম্পানি এমন রয়েছে যেগুলি তাদের বিশেষ বৈশিষ্ট্যসহ বৈদ্যুতিক স্কুটার মার্কেটে নিয়ে এসেছে। আর এবারে ভারতের বাজারে আসছে একটি নতুন ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে ভেলোসিটি অটোমোবাইল। হিরো ইলেকট্রিক ওলা ইলেকট্রিকের পরে এবারে এই কোম্পানিটি ভারতের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক বাইক এবং স্কুটার কোম্পানি হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
মূলত তরুণদের বাজেটের কথা মাথায় রেখে এই কম বাজেটে ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়েছে যার সম্পূর্ণ চার্জে ১৫০ কিলোমিটার এরও বেশি রেঞ্জ দিয়ে দেবে। এই ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক মূল্য ১.২৫ লক্ষ টাকা হতে চলেছে এবং খুব শীঘ্রই অফিশিয়াল ডিলারশিপ থেকে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে। শক্তিশালী ব্যাটারি প্যাক সহ একটি উচ্চতর ভেরিয়েন্ট লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। তবে তার দাম কিছুটা বেশি হবে এই ইলেকট্রিক স্কুটার এর থেকে। এই ইলেকট্রিক স্কুটারের নাম দেওয়া হয়েছে velocity s60। এই মুহূর্তে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে।
আপনি এই ইলেকট্রিক স্কুটারে একটি ৩ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি প্যাক পেয়ে যাবেন যা সম্পূর্ণ যার যে ১২০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারে একটি ২.৫ কিলোওয়াট মোটর রয়েছে যা ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ গতি আপনাকে প্রদান করবে। কোম্পানির দাবি এই ইলেকট্রিক স্কুটারে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং মাত্র ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে এই ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণভাবে চার্জ হয়ে যাবে। এই স্কুটারে আপনি পেয়ে যাবেন কম্বাইন ব্রেকিং সিস্টেম, ইলেকট্রিক ডিজিটাল ডিসপ্লে এবং তিনটি রাইডিং মোড। এছাড়া রয়েছে হাইড্রোলিক সাসপেনশন। ওলা এবং টিভিএস এর মতো কোম্পানির সাথে এই ইলেকট্রিক স্কুটার প্রতিযোগিতা করবে। এই ইলেকট্রিক স্কুটারের দামও রাখা হয়েছে একেবারে সাধ্যের মধ্যেই।