আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আজকাল আমরা সবাই প্রতিদিন UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি। GPay, PhonePe এবং Paytm-এর মতো অনেক অ্যাপ এখন ভারতের বাজারে জনপ্রিয়। এগুলোর মাধ্যমে অর্থপ্রদান করা বেশ নিরাপদ। কিন্তু অনেক সময় ইউপিআই লেনদেনের সময় লেনদেন ব্যর্থ হয়ে যায়। সহজ ভাষায়, যদি লেনদেন প্রক্রিয়া ব্যর্থ হয় বা আটকে যায়, তাহলে এমন পরিস্থিতিতে আমাদের কী করা উচিত তা জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
অনলাইন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ভারতের বুকে ডিজিটাল পেমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে UPI। আপনার হাতে স্মার্টফোন থাকলেই আপনি মাত্র কয়েক ক্লিকে টাকা লেনদেন করতে পারেন। আজকাল এই UPI ভারত ছাড়াও ফ্রান্স, সিঙ্গাপুরের মত দেখে অর্থনীতির ব্যাকবোন হতে চলেছে। তবে অনেক সময় এই ইউপিআই ব্যবহার করে লেনদেন করতে গেলে টাকা আটকে যায়। আপনার সাথে যদি এমন হয়, তাহলে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেগুলি হল নিম্নলিখিত:
১) সঠিক UPI পিন লিখুন। ভুল UPI পিন প্রবেশ করাতেও লেনদেনে সমস্যা হতে পারে। যদি UPI পিন বারবার ভুল বলে ঘোষণা করা হয় তাহলে সেটি রিসেট করা একটি ভালো বিকল্প হতে পারে
২) আপনার UPI দৈনিক লেনদেনের সীমা চেক করুন। বর্তমানে দৈনিক UPI লেনদেনের সীমা ১ লাখ টাকায় সেট করা হয়েছে। বণিকদের পেমেন্ট এবং পিয়ার-টু-পিয়ার (P2P) স্থানান্তরগুলিও এই লেনদেনের অন্তর্ভুক্ত
৩) UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার পিছনে একটি বড় কারণ ব্যাঙ্ক সার্ভারের ভিতর ভিড়ও হত্তয়া। আপনার UPI আইডি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকলে, লেনদেন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে
৪) UPI পেমেন্ট করার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সঠিকভাবে চেক করুন। IFSC কোড বা অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলেও পেমেন্ট করা যাবে না। অন্যদিকে, আপনি যদি সঠিকভাবে চেক না করেন এবং লেনদেন না করেন, তাহলে টাকা অন্য কারও অ্যাকাউন্টেও যেতে পারে