স্যুটকেসের মতো ভাঁজ করা যাবে এই ইলেকট্রিক স্কুটার, লাইসেন্স ছাড়া চালানো যাবে এই গাড়ি – ELECTRIC SCOOTER
বাজারে আসতে চলা এই ইলেকট্রিক স্কুটারটি আপনি চাইলে ভাঁজ করে গাড়ির ডিকিতে বহন করতে পারবেন।
দিনের অগ্রগতির সাথে প্রতিনিয়ত মানুষের চাহিদাও পরিবর্তন হচ্ছে। এক সময় মানুষ যেখানে পেট্রোল চালিত স্কুটার অথবা বাইক ব্যবহার করতে বেশি পছন্দ করত, সেখানে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের ব্যবহার বেড়েই চলেছে। তবে এবার আর বিশাল আকৃতির স্কুটার অথবা বাইকের মধ্যে সীমাবদ্ধ নেই মানুষের চাহিদা। জানলে অবাক হবেন, খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করা হতে চলেছে স্যুটকেসের মতো ভাঁজ করা যাবে এমন ইলেকট্রিক স্কুটার।
শহরের যানজট কিংবা ট্রাফিক পুলিশের সাথে অযথা ঝামেলা থেকে মুক্তি পেতে এবার দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করেছে গাড়ি নির্মাণ সংস্থা হোন্ডা। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই বিশেষ ধরনের একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে সংস্থাটি। যেটি চালানোর জন্য কোন লাইসেন্সের প্রয়োজন হবে না গ্রাহকদের। শুধু তাই নয়, যেকোনো সময় আপনি চাইলে স্কুটারটিকে ভাঁজ করে বহন করতে পারবেন। আমরা আপনাদের বলে রাখি, মটো কমপ্যাক্টো নামের এই ইলেকট্রিক স্কুটারটি এখনও পরীক্ষণ অবস্থায় রয়েছে। তবে খুব শীঘ্রই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।
এই নিবন্ধে যদি মটো কমপ্যাক্টো ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই
স্কুটারে একটি 490 ওয়াটের ব্যাটারি প্যাক ব্যবহার করা হচ্ছে। যা একবার চার্জ করার পরে স্কুটারটিকে প্রায় 20 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম হবে। শুধু তাই নয়, এর ব্যাটারি পুরোপুরি চার্জ হতে 4 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। কোম্পানি তরফ থেকে দাবী করা হয়েছে, নতুন এই স্কুটারের সর্বমোট ওজন হবে 19 কেজি, যা ঘন্টায় সর্বোচ্চ 24 কিলোমিটার বেগে চলতে সক্ষম হবে। আমরা আপনাদের বলে রাখি, বাজারে আসতে চলা এই ইলেকট্রিক স্কুটারটি আপনি চাইলে ভাঁজ করে গাড়ির ডিকিতে বহন করতে পারবেন।