টেক বার্তা

আরও উন্নত ফিচারের সঙ্গে আসছে মারুতির আপডেটেড অল্টো, গাড়িতে থাকবে ৭৯৬ সিসি ইঞ্জিন

Advertisement

মারুতির গাড়িগুলি ভারতে খুব জনপ্রিয় এবং তারা মানুষের কাছ থেকে প্রচুর সাড়া লঞ্চ হওয়া প্রায় সব গাড়ির জন্য। এই কারণে মারুতি সর্বদা নতুন যানবাহন চালু এবং পুরানো যানবাহনগুলিতে আপডেট ফিচার যুক্ত করার দিকে প্রচুর মনোযোগ দিয়ে থাকে। সম্প্রতি মারুতি অল্টোর অফিসিয়াল ওয়েবসাইটে অনেক নতুন তথ্য শেয়ার করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মারুতি চারটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। আপনিও যদি এই নতুন মডেলের গাড়িটি দ্রুত আপনার বাড়িতে নিয়ে আসতে চান, তাহলে এর ফিচার এবং দাম সম্পর্কে সবকিছু জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

মারুতির লঞ্চ হওয়া এই নতুন গাড়িটিতে আপনি সেরা আপগ্রেড কিছু ফিচার আগামী দিনে দেখতে পাবেন। প্রথমত, নতুন এই গাড়ির ইঞ্জিনের কোয়ালিটি বাড়িয়ে ৭৯৬ সিসি করা হয়েছে। এর পাশাপাশি আপনাকে এখন একটি থ্রি-সিলিন্ডার ১২ ভালভ ইঞ্জিন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Maruti alto new

ইঞ্জিনটি ৩৫.৩ কিলোওয়াট পাওয়ার এবং ৬৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি এই দুর্দান্ত গাড়িতে আপনাকে ৫ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের বিকল্পও দেওয়া হবে। শুধু তাই নয়, মারুতির লঞ্চ হওয়া এই নতুন মডেলে সিএনজি ভ্যারিয়েন্টের অপশনও পাবেন। মারুতি অল্টোর ইঞ্জিন ফিচার সম্পর্কে তো মোটামুটি আভাস পেলেন এবার এর মাইলেজ নিয়ে কথা বলা যাক। মারুতির লঞ্চ হতে চলা এই নতুন গাড়িতে প্রথমে প্রতি লিটারে ২২ কিলোমিটার পেট্রল মাইলেজ দেওয়া হবে। এর পরে, সিএনজি সংস্করণটি এখন আপনাকে প্রতি কেজিতে ৩১ কিলোমিটার মাইলেজ প্রদান করতে পারবে বলে জানা যাচ্ছে। মাইলেজের দিক থেকে এই গাড়িটি বরাবর পছন্দ হয় এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

এতে আপনি অনেক ভ্যারিয়েন্ট দেখতে পাবেন। আর সে কারণেই ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বদল হবে। ভারতে মারুতি অল্টোর দাম ৪ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

 

Related Articles

Back to top button