Today Trending Newsনিউজরাজ্য

পুজোয় নতুন চমক রাজ্য সরকারের, ৪৫০ টাকার প্যাকেজে দেখা যাবে কলকাতার ঠাকুর

Advertisement

আর এক মাসের মধ্যেই গোটা শহর সেজে উঠবে আলোয়। মা দুর্গা অশুভ শক্তির বিনাশে পদার্পণ করবেন এই পৃথিবীতে। আর পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পছন্দ করেন অনেকেই। তবে সময়ের অভাবে অনেকসময় একসাথে সব ঠাকুর দেখা সম্ভব হয়ে ওঠেনা। আর এবার পুজোর আগেই বাঙালিকে খুশি করে দিলেন রাজ্য সরকার। দুর্দান্ত পূজো গাইড প্যাকেজ নিয়ে হাজির রাজ্য সরকারের পরিবহন দপ্তর। এর নাম দেওয়া হয়েছে ‘২০২৩ পুজো পরিক্রমা’।

এই প্যাকেজ অনুযায়ী সপ্তমী, অষ্টমী ও নবমীতে ঠাকুর দর্শনের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮-টার সময়ই ধর্মতলার বাস টার্মিনাল থেকেই ছাড়বে সেই বাস। এই বাসে করে ঠাকুর দেখতে গেলে মাথাপিছু ১৯০০ টাকা করে ভাড়া পড়বে। ঠাকুর দেখার সময় সকাল, দুপুর ও বিকেলের খাবারও পাবেন এই বাসের যাত্রীরা। শোভাবাজার রাজবাড়ি, বেলুড় মঠ, বেহালা রায় বাড়ির পাশাপাশি কলকাতার একাধিক বড় বড় বনেদি বাড়ির পুজোতে নিয়ে যাওয়া হবে এই প্যাকেজের সূত্র ধরে।

বারাসাত কলোনি মোড়, ব্যারাকপুর ও ডানলপ মোড় থেকে সপ্তমী ও নবমীতে ছাড়বে আরো বাস। বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাড়বে সকাল ৯ টা ১৫ মিনিটে। এই বাসগুলির ভাড়া হিসাবে মাথাপিছু দিতে হবে ৪৫০ টাকা।

সপ্তমী ও নবমীতে বারাসাত থেকে যে বাস ছাড়া হবে পুজো পরিক্রমার জন্য সেটিতে মাথাপিছু ভাড়া লাগবে ১৯০০ টাকা। এটি সিংহী পার্ক, কদমতলা, কলেজ স্কোয়ারসহ একাধিক মন্ডপ ঘুরিয়ে দেখাবে। চা, কফির পাশাপাশি দুপুরের খাবারও দেওয়া হবে এদিন।‌ পাশাপাশি অষ্টমীর দিনে ধর্মতলা ও বারাসাত থেকে যে বাসটি ছাড়বে সেটি কামারপুকুর জয়রামবাটির পুজো দর্শন করানো হবে। এই বাস দুটি যথাক্রমে ভোর ৫ টায় ও ভোর ৪.১৫ তে ছাড়বে।

ঠাকুর দর্শনের জন্য ধর্মতলা থেকে নন এসি বাস মিলবে ৬০০ টাকায় এবং বারাসাত থেকে মিলবে ৭০০ টাকায়। চা, কফি ও জলখাবারের ব্যবস্থা থাকবে বাসেই। মাত্র ৬০০ টাকার বিনিময়তেই সপ্তমী, অষ্টমী ও নবমী সকালে ব্যবস্থা থাকবে এসি ট্রামের। যাত্রীদের চা, কফির পাশাপাশি দেওয়া হবে জলখাবারও। হাতিবাগান, কাশী বোস লেনের পাশাপাশি একডালিয়া, সিংহী পার্কের মতো একাধিক বড় বড় পুজোও দর্শন করানো হবে দর্শনার্থীদের।

পুজো সংক্রান্ত পুজো পরিক্রমার একাধিক তথ্য মিলবে ডব্লিউবিটিসি ওয়েবসাইটেই। অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই টিকিট কাটা যাবে। অনলাইনে টিকিট কাটতে গেলে ‘ https://wbtconline.in/home ‘ এই ওয়েবসাইটে গিয়েই টিকিট কাটতে হবে। অফলাইনে টিকিট কাটার জন্য কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট ১৩ টি কাউন্টার খোলা হবে। এই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপেও তথ্য পাওয়া সম্ভব। আর তার জন্য প্রদান করা হয়েছে ৯৮৩০১৭৭০০০- এই নম্বরটি।

Related Articles

Back to top button