টেক বার্তা

৮ টি মেট্রো শহরে চালু হচ্ছে Jio AirFiber, জেনে নিন প্ল্যানের বিস্তারিত বিবরণ

Jio AirFiber পোর্টেবল ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ প্রদান করবে

Advertisement

রিলায়েন্স জিও ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। এই সংস্থা আপনাকে নানারকমের স্কিম অফার করে থাকে। এই কোম্পানির আন্ডারে আপনি নানা রকমের স্কিম পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সহজেই বিনিয়োগ করতে পারেন। তবে, আপনারা অনেকেই জানেন, রিলায়েন্স আপনাকে শুধুমাত্র মোবাইল সার্ভিস না, আপনাকে আরো অনেক ধরনের নেটওয়ার্ক সুবিধা অফার করে। অনেক ভাবেই আপনি রিলায়েন্সের নেট ব্যবহার করতে পারেন। এর মধ্যেই অন্যতম হলো জিও এয়ার ফাইবার।

Reliance Jio ১৯ সেপ্টেম্বর, ২০২৩-এ Jio AirFiber নামে একটি অভিনব ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে৷ এই পরিষেবাটি বাড়ি এবং অফিস উভয়ের জন্য পোর্টেবল ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে এটি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুনে এই ৮ টি শহরে চালু করা হচ্ছে। জিওর অপটিক্যাল ফাইবার পরিকাঠামো ভারতজুড়ে ১৫ লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কিন্তু এখনও কোটি কোটি কমপ্লেক্স এবং বাড়িতে তারের সংযোগ খুবই কঠিন। তাই সেই কথা ভেবেই লঞ্চ করা হল এই Jio AirFiber।

জিও কোম্পানি বাজারে এয়ার ফাইবার এবং এয়ার ফাইবার ম্যাক্স নামে দুটি প্ল্যান লঞ্চ করেছে। এয়ার ফাইবার প্ল্যানে গ্রাহককে দুই ধরনের স্পিড প্ল্যান দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৩০ Mbps এবং ১০০ Mbps। কোম্পানির প্রাথমিক ৩০ Mbps প্ল্যানের দাম ৫৯৯ টাকা। যেখানে ১০০ Mbps প্ল্যানের দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। উভয় প্ল্যানেই গ্রাহক ৫৫০ টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি বিনোদন অ্যাপ পাবেন।

অন্যদিকে যে গ্রাহকরা আরও ইন্টারনেট গতি চান তারা ‘এয়ার ফাইবার ম্যাক্স’ প্ল্যানগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন। কোম্পানি ৩০০ Mbps থেকে ১০০০ Mbps অর্থাৎ ১ Gbps পর্যন্ত তিনটি প্ল্যান লঞ্চ করেছে। আপনি ১৪৯৯ টাকায় ৩০০ Mbps গতি পাবেন। গ্রাহকরা ২৪৯৯ টাকায় ৫০০ Mbps পর্যন্ত গতি পাবেন। আর যারা ১ Gbps গতির ইন্টারনেট নিতে চান, তাদের খরচ করতে হবে ৩,৯৯৯ টাকা। Jio AirFiber অনলাইন এবং অফলাইনে বুক করা যাবে। বুকিং প্রক্রিয়া শুরু করা যেতে পারে 60008-60008 নম্বরে মিসড কল দিয়ে অথবা www.jio.com- এ গিয়ে আবেদন করতে পারেন।

Related Articles

Back to top button