RBI বাতিল করলো আরো দুটি ব্যাংকের লাইসেন্স, নগদ বা চেক দিতে পারবেন না গ্রাহকরা – RBI LICENCE CANCEL
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবারে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যেগুলি নিয়ম অনুসরণ করছে না
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবারে ক্রমাগত বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যারা নিয়ম লঙ্ঘন করেছে। ২১শে সেপ্টেম্বর আরবিআই তিরুবনন্তপুরমের অনন্তশয়নম কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আরও দুটি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই তাদের ব্যাংকিং ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরবিআই-এর মতে, যদি এই ব্যাংক যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের স্বার্থ প্রভাবিত হতে পারে। তাই এবারে এই দুটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। এরমধ্যে রয়েছে কর্নাটকের মল্লিকার্জুন পাঠানা কো-অপারেটিভ ব্যাংক, এবং উত্তর প্রদেশের বাহরাইচের ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ব্যাংকের মূলধন এবং উপার্জন ক্ষমতা এই মুহূর্তে নেই। এই দুটি ব্যাংক তাদের ব্যাংকিং রেগুলেশন এবং আইনি বিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে। তাদের আর্থিক অবস্থার কারণে এই ব্যাংক তাদের গ্রাহকদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে অক্ষম। এই কারণেই আরবিআই ব্যাংকের পাবলিক ডিলিং নিষিদ্ধ করে দিয়েছে।
রিজার্ভ ব্যাংক ২২ সেপ্টেম্বর থেকে মল্লিকার্জুন পাঠানা কো-অপারেটিভ ব্যাংক এবং ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ব্যাংকিং ব্যবসা নিষিদ্ধ করেছে। এই ব্যাংক আর কোনভাবেই নগদ টাকা গ্রহণ করতে পারবে না বা পেমেন্ট করতে পারবে না। ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন DICGC নিয়মের অধীনে এই ব্যাংক তাদের আমানতের উপরে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দাবি করার অধিকারী থাকবে।