ক্রিকেটখেলা

ব্যাট হাতে নয়, জল হাতে মাঠে নামলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Advertisement

তড়িৎ ঘোষ : কোন দল বিদেশ সফরে খেলতে গেলে প্রস্তুতি ম্যাচ হিসেবে গা ঘামানোর জন্য প্রথমে বোর্ড প্রেসিডেন্ট একাদশ এর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে। কিন্তু এবার সেই চিত্রের পরিবর্তন দেখা গেলো। শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথমে খেললো বোর্ড প্রেসিডেন্ট একাদশ এর বদলে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে।

মজার ব্যাপার হলো এই ম্যাচে দ্বাদশ ব্যক্তির ভূমিকায় দেখা গেল অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন কে। একজন প্রধানমন্ত্রীকে যে ওয়াটার বয়ের ভূমিকায় দেখা যেতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারেনি। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর এই উদার মনোভাবের জন্য তিনি সারা বিশ্বের মন জয় করে নিয়েছেন

এই ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং কুড়ি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ এক বল বাকি থাকতেই এই ম্যাচ ১ উইকেটের বিনিময়ে জিতে নেয়।

Related Articles

Back to top button