ডাক্তারের পরামর্শ মেনে অনেকেই মর্নিং ওয়াকে যান, অনেককেই করতে হয় ছুটোছুটি। নিজের শরীরকে ফিট যা এখন খুবই প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর ব্যতিক্রম নন। প্রতিদিনই মর্নিং ওয়াকে যান তিনি। তবে এবারের উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়ের পথে দৌড়লেন মুখ্যমন্ত্রী। পায়ে সেই হাওয়ায় চটি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।
বৃহস্পতিবার কার্শিয়াং-এ প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েক কিলোমিটার হাঁটার পর সার্কিট হাউসে ফেরার পথে দৌড় লাগালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছুটছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এমন একটি ভিডিও আপলোড করা মুখ্যমন্ত্রীর নিজের ফেসবুক প্রোফাইলে।
ভিডিওটির সাথে মুখ্যমন্ত্রী লেখেন, ‘স্বাস্থই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চাবিকাঠি। সুস্থ সবল থাকতে হাঁটাচলার কোন বিকল্প নেই।’ আপলোডের পরেই যা নজর কেড়েছে নেটিজেনদের। দ্রুত বেড়েছে লাইক ও শেয়ারের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, এই ভিডিও অনুপ্রেরণা জোগাবে অসংখ্য মানুষকে। মুখ্যমন্ত্রীর দেখাদেখি অন্যরাও যদি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণ বা ছোটাছুটি করেন তাহলে আদতে লাভ হবে শরীরের।
প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন স্থানীয় পথচারীদের সাথে জনসংযোগও করেন তিনি। মহানদী স্কুলের খুদে পড়ুয়াদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করেন তিনি।