ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-এর এই পলিসি ৩০ শে সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে, আপনার কাছে মাত্র ৫ দিন সময় আছে

Advertisement

বেশিরভাগ সাধারণ মানুষ এলআইসিতেই নিজের সঞ্চয়ের একটা অংশ গচ্ছিত করে রাখেন ভালো রিটার্নের আশায়। এলআইসি নিজেদের গ্রাহকদের জন্য একাধিক প্রকল্প নিয়ে আসে। তবে এই সেপ্টেম্বর মাসেই এলআইসির একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ হয়ে যেতে চলেছে। যারা এই প্রকল্পের গ্রাহক কিংবা এই প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য এই নিবন্ধ বেশ কাজের হতে চলেছে বলেই বলা যায়। এই নিবন্ধে এলআইসির ‘ধন বৃদ্ধি প্রকল্প’ নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।

ধন বৃদ্ধি প্রকল্প:
এলআইসি এই ধন বৃদ্ধি প্রকল্প চালু হয়েছিল ২৩-শে জুন থেকে। তবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকেই এই প্রকল্প বন্ধ হয়ে যেতে চলেছে। আর ৪ দিনের মধ্যেই এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। এটি একটি একক প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ এই প্রকল্পে একবারই টাকা বিনিয়োগ করতে হয়। এই প্রকল্পের একটি বড় সুবিধা এই প্রকল্প থেকে সহজেই যে কেউ বেরিয়ে আসতে পারেন। এতে গ্রাহকরা জীবন সুরক্ষার সুবিধা পাবেন। কোন ব্যক্তি এই প্রকল্পের গ্রাহক হন তবে তিনি নিজের সারাটা জীবন এই প্রকল্পের সুবিধা নিয়ে যেতে পারবেন। যদি কোন ব্যক্তি নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করতে চান তাহলে, এলআইসির এই প্রকল্প একদম সঠিক নির্বাচন।

খুব সম্প্রতি এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কথা এলআইসির তরফ থেকেই টুইট করে জানানো হয়েছে। তারা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার শেষ দিন উল্লেখ করে সেইসমস্ত গ্রাহকদের তাড়াতাড়ি করতে বলেছেন যারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চান। এটি একটি সুরক্ষা ও সঞ্চয় প্রকল্প। যদি এখনো এই প্রকল্পে কেউ বিনিয়োগ করতে চান? তবে দেরি না করে এখনই নিকটবর্তী যেকোনো এলআইসি এজেন্ট কিংবা এলআইসি অফিসে গিয়ে যোগাযোগ করা উচিৎ।

এই প্রকল্পের বিশেষত্ব:
এই প্রকল্পের দ্বারা এলআইসি থেকে ঋণ নেওয়া যায়। এই প্রকল্পের গ্রাহক হওয়ার তিন মাস পরেই এই ঋণের টাকা আপনার হাতে এসে পৌঁছাবে। এই প্রকল্পটি ১০, ১৫ ও ১৮ বছর বয়সীদের জন্য। এই প্রকল্পে বিনিয়োগ করার বয়স ৩ মাস থেকে ৮ বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পে যেকোনো গ্রাহক ৮০সি-র অধীনে ১.৫ লাখ পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। এটি ন্যূনতম ১,২৫,০০০ টাকায় গ্যারান্টি সমেত রিটার্ন দেয়। এটি প্রকল্পের ম্যাচিউরিটি সমেত গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেয়।

Related Articles

Back to top button