কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। সম্প্রতি কাশ্মীরে ৩৭০ ধারা ভারত তুলে নিলে যা আরও চরম আকার ধারণ করে। এই আবহে আবারও নিজেদের মধ্যে আলোচনায় বসে সমাধান সূত্র বের করুক ভারত ও পাকিস্তান। এমনটাই চাইছে আমেরিকা। তবে সেক্ষেত্রে সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে সদর্থক ভূমিকা নিতে হবে বলে মনে করে তারা।
দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট অ্যালিস জি ওয়েলস বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে গঠনমূলক আলোচনা দেখতে চাই’। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাস ছড়ানোর প্রসঙ্গ তুলে এদিন তিনি আরও বলেন, ‘তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ আলোচনায় তুলে ধরুক পাকিস্তান।’
একই সাথে জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ভারতের কাছে তা জানতে চাইলো আমেরিকা। রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার ব্যাপারে ভারতের উপর তারা চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে।