অবশেষে দীপাবলির ২ দিন আগে মুক্তি পেল হাউসফুল ৪। বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা কমেডি ছবি হাউসফুলের চতুর্থ অংশ এটি। প্রথম দিনই এই সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের ভালো অভিনয়, ভালো গল্প ও হাস্যকর কথা দর্শকদের মুগ্ধ করেছে।
হাউসফুল ৪ সিনেমাটি আজ শুক্রবার ভারতে প্রায় ৩৪০০ সিনেমাঘরে রিলিজ হয়েছে এবং দেশের বাইরে প্রায় ৯০০ টি, অর্থাৎ মোট ৪৩০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমাটির পরিচলনায় ফারহাদ সামজি এবং প্রডিউসার সাজিদ নাদিয়াওয়ালা। কিন্তু কিছু কারন বশত সাজিদকে সরিয়ে দেওয়া হয়।
ফারহাদ সামজির সিনেমা হাউসফুল ৪ যা বলিউডের সবথেকে বেশি টাকায় নির্মিত কমেডি ফিল্ম। সিনেমাটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এই সিনেমাটির মুখ্য চরিত্রে আছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওয়াল, ক্রীতি সানন, ক্রীতি খারবান্দা, পুজা হেগডে, জনি লিভার, রানা ডাগ্গুবতী, নাওয়াজউদ্দীন সিদ্দিকী প্রমূখ।
উল্লিখিত হাউসফুলের প্রথম অংশ যা ৩০ এপ্রিল ২০১০সালে মুক্তি পেয়েছিল। যার মুখ্য অভিনয়ে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন, এই সিনেমাটি মোট ১৬৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
হাউসফুলের দ্বিতীয় অংশ যা ৫ এপ্রিল ২০১২ সালে রিলিজ হয়েছিল। এই সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, শ্রেয়স তালপডে, জন আব্রাহাম, আসিন, জ্যাকলিন, জারিন খান, ঋষি কাপুর প্রমুখরা। এই সিনেমাটি প্রায় ২০২ কোটির ব্যবসা করেছিল।
হাউসফুলের তৃতীয় অংশ যা ৩ জুন ২০১৬ তে রিলিজ হয়েছিল। এই সিনেমাটির মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচন, নার্গিস ফাকরি, লিসা হেইডেন, জ্যাকলিন, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে। এই সিনেমাটি মোট ১৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
হাউসফুলের চতুর্থ অংশ যা রিলিজ হল ২৫ শে অক্টোবর ২০১৯ সালে। এর মূখ্যভূমিকায় আছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওয়াল, পুজা হেগডে, ক্রীতি খারবান্দা, ক্রীতি সানন, চাঙ্কি পান্ডে, নাওয়াজউদ্দীন সিদ্দিকী, রানা ডাগ্গুবতী। এই সিনেমাটি রিলিজের প্রথম দিনের নেট কালেকশন ১৭ কোটি। এবং ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ২৫ কোটি। আশা করা যাচ্ছে এই সিনেমাটি ৩০০ কোটির ব্যবসা করবে বলে আশা করা যাচ্ছে।