বুলেটকে জব্দ করবে নতুন Yamaha RD350, থাকবে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার
ক্লাসিক লুকের বাইকের মার্কেটে একাধিপত্য রয়েছে রয়েল এনফিল্ড এর
নবপ্রজন্মের কাছে রয়েল এনফিল্ড মানেই একটা ইমোশন। এই বাইকের ডিজাইন, লুক অ্যান্ড ফিল, সবকিছুই অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। এই বাইকের ইউএসপি হল এর ক্লাসিক লুক। এই লুকে ভারতীয় বাজারে তেমন কোনো বাইক এতদিন ছিল না। তবে এবার এই মার্কেটে এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে নতুন Yamaha RD350। এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের সাথে আশ্চর্যজনক বৈশিষ্ট্য পাবেন। এই বাইকের পুরোনো ভার্সন সম্পূর্ণ নতুনরূপে লঞ্চ হবে।
নতুন Yamaha RD350 বাইকে কেমন ইঞ্জিন দেওয়া হবে তা এখনও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি। তবে পুরোনো বাইকে ৩৪৭ cc এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছিল। এই ইঞ্জিন ৪০ BHP শক্তি উৎপন্ন করে। এছাড়া এতে ছিল ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এই বাইকের নতুন ভার্সনে ইঞ্জিন আরও ভালো দেওয়া হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
এছাড়া নতুন Yamaha RD350 বাইকে আপনি অনেক ধরনের আধুনিক প্রযুক্তি পাবেন। এতে DRL, ডুয়াল চ্যানেল ABS, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং স্লিপার ক্লাচ সহ LED হেডল্যাম্প পেতে পারেন। খুব শীঘ্রই এই বাইক ভারতের বুকে লঞ্চ করবে। ২০২৪ সালের মধ্যে এই বাইক লঞ্চ হতে পারে। আর এমনটা হলে ব্যাপক প্রতিযোগিতা বাড়বে Royal Enfield Classic বাইকের সাথে। অফিসিয়াল ঘোষণা না হলেও মনে করা হচ্ছে যে এই বাইক ১.৫০ লাখ দামে লঞ্চ হবে।