২০ টাকার প্ল্যান আনলো BSNL, বিনামূল্যে কলিং ও ১ জিবি ইন্টারনেট পাবেন
BSNL অনেক সস্তায় প্ল্যান আনছে
বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। তাই ভারতীয় নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল নিয়ে এসেছে একেবারে সস্তা কিছু প্রিপেড প্ল্যান। এই সমস্ত প্ল্যান এককথায় টেক্কা দেবে জিও বা এয়ারটেল কোম্পানির প্ল্যানগুলিকে।
১৮ টাকার BSNL প্ল্যানে আপনি বৈধতা পাবেন ২ দিনের। এতে আপনি আনলিমিটেড কলের সুবিধা পাবেন। সেইসাথে এই প্ল্যানে ১ জিবি ডাটা পাওয়া যাবে। শেষ হয়ে গেলে ৪০ Kbps স্পিড এ ইন্টারনেট চলবে। এছাড়াও আছে ১৯ টাকার প্ল্যানে একদিনের জন্য ২ জিবি ইন্টারনেট পাবেন। এতে কলের কোনো সুবিধা পাবেন না।
আর BSNL একটি ১৫১ টাকার প্ল্যান এনেছে। প্ল্যানে মোট ৪০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় প্রাপ্ত ডেটা ব্যবহার করতে পারেন। এই প্ল্যানে জিং-এর অ্যাক্সেসও দেওয়া হচ্ছে। তবে প্ল্যানে বিনামূল্যে এসএমএস এবং কল করার সুবিধা নেই। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এছাড়া ২৫১ টাকার প্ল্যানে মোট ৭০ জিবি ডাটা পাবেন। এই প্ল্যানে জিং-এর অ্যাক্সেসও দেওয়া হচ্ছে। তবে প্ল্যানে বিনামূল্যে এসএমএস এবং কল করার সুবিধা নেই।