ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলার ৮৬ বছরের পিতা বানারসী লাল চাওলার মতে কল্পনা চাওলা শুধুমাত্র তাঁর কন্যা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র ভারত ও আমেরিকার কন্যা। নিজের কন্যাকে স্মরণ করতে গিয়ে বানারসী লাল চাওলা বলেছেন, ‘কার্ণাল থেকে ক্যালিফোর্নিয়া সকলেই ভালোবাসতো কল্পনাকে। কল্পনার মৃত্যুর এত বছর পরে এসেও আমি দেখতে পাচ্ছি এখনও কত মানুষ ওকে মনে রেখেছে এবং কতজনের প্রেরণা হয়ে বেঁচে আছে কল্পনা। কল্পনা শুধুমাত্র আমারই মেয়ে ছিলনা, কল্পনা ছিল সমগ্র ভারত আর আমেরিকার মেয়ে।’
সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফির তরফ থেকে মুক্তি পেয়েছে মহাকাশচারী কল্পনা চাওলাকে নিয়ে ডকুমেন্টারি। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্ম উৎসবে দেখানো হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের এই ডকুমেন্টারি। সেখানেই আমন্ত্রিত ছিলেন কল্পনা চাওলার বাবা-মা। সেখানেই এই কথা গুলো বলেছেন বানারসী লাল চাওলা।
তিনি আরও বলেছেন, ‘যখন কল্পনা প্রথম নাসায় সুযোগ পায় তখন প্রায়ই বলতো একদিন বাইরের কোনো দুনিয়া আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে।’ স্মৃতি রোমন্থন করে কল্পনা চাওলার বাবা আরও বলেছেন, ‘২০০৩ সালে কল্পনা চাওলা মারা যাওয়ার পর তার ছাই যখন তিনি ছড়াচ্ছিলেন আমেরিকার সিয়ন ন্যাশনাল পার্কের পাহাড়ে, তখন এক আমেরিকান ভদ্রমহিলা কল্পনা মারা যাওয়ার দুঃখে কাঁদছিলেন।’
প্রসঙ্গত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলা ২০০৩ সালে অন্তরীক্ষ থেকে পৃথিবীতে ফেরার সময় মহাকাশ যান বিস্ফোরণে মারা যান। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের তরফ থেকে ৪৫ মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করা হয় তাকে নিয়ে, যেখানে তার বাবা-মা, বন্ধু, আত্মীয়দের দেখানো হয়েছে। সেটাই এদিন দেখানো হলো মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে।
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।