দেশনিউজ

আর মাত্র কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কিয়ার’

Advertisement

আগামী ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানালো মৌসম ভবন। আরব সাগরে সৃষ্ট এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম ‘কিয়ার’। দক্ষিণ পশ্চিম ভারতে আরব সাগরের উপকূলীয় অংশে এর সর্বাধিক প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। কর্ণাটকে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয় ও ওড়িশাতেও।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গতকাল গভীর রাতে মহারাষ্ট্রের উপকূলীয় অংশ থেকে ২০০ কিমি ভেতরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবল আকার ধারণ করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়টি আগামী পাঁচ দিনের মধ্যে ওমানের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। ফলে ভারতীয় উপমহাদেশের উপর এর প্রভাব পড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে আশা করা যাচ্ছে।

Related Articles

Back to top button