ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আরবিআই-এর বড় পদক্ষেপ, এসবিআই এর পরে এবারে এই তিনটি ব্যাংকের উপরে জরিমানা আরোপ করল ভারতের সবথেকে বড় ব্যাংক

গ্রাহকদের ওপরে এই বিষয়টির প্রভাব পড়বে কিনা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি

Advertisement

নিয়ন্ত্রক সম্মতিতে ত্রুটির কারণে রিজার্ভ ব্যাংক দ্বারা ব্যাংকের উপরে বেশ কিছু সময়ে নানা রকম জরিমানা আরোপ করা হয়। দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাঙ্ককে কোটি টাকার জরিমানা করার পর আরবিআই তিনটি সমবায় ব্যাংকে আবার জরিমানা জারি করেছে। এবারে আরবিআই সারস্বাত কোঅপারেটিভ ব্যাংক, বাসেন ক্যাথলিক কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং রাজকোট নাগরিক সরকারী ব্যাংক লিমিটেডের উপরে একটা জরিমানা আরোপ করেছে।

রিজার্ভ ব্যাংক সারস্বত সরকারি ব্যাংক লিমিটেড, মুম্বাইকে ব্যাংকিং রেগুলেশন আইন ১৯৪৯ এর বিধান লঙ্ঘনের জন্য জরিমানা জারি করেছে। জানা গিয়েছে এই ব্যাংকের উপরে ২৩ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছিল, সারস্বত সমবায় ব্যাংক ব্যাংকিং রেগুলেশন আইনের বিধান এবং এর অধীনে জারি করা আরবিআই এর সমস্ত নির্দেশ লংঘন করেছে। ঋণ গ্রহণকারী কোম্পানির ঋণ সুবিধা যখন নতুন ভাবে চালু করা হয়, তখন ব্যাংকের একজন পরিচালক ঋণ গ্রহণকারী কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। এইটা ব্যাংকের স্বাভাবিক নিয়ম হতে পারে না।

পাশাপাশি ধারা ২০ এর বিধান লঙ্ঘনের জন্য মহারাষ্ট্রের ভাষাই স্টেট বেসিন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে ২৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। বেসিন কোঅপারেটিভ ব্যাংক তার মালিকানাধীন একজন পরিচালককে বেশ কিছু অনিরাপদ ঋণ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল একটা সময়। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক রাজকোট নাগরিক সহকারী ব্যাংক লিমিটেডকে আমানতের উপরে সুদের হারের উপরে আরবিআই দ্বারা জারি করা নির্দেশাবলী না মেনে চলার জন্য ১৩ লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে।

আরবিআই বলেছে, রবিবার অথবা ছুটির দিনে এই ব্যাংক সুদ দিতে পারেনা। দিন আগেই এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাংক সহ তিনটি সরকারি ব্যাংকের উপরে জরিমানা জারি করেছিল আরবিআই। আরবিআই জানিয়েছে, স্টেট্ ব্যাংককে ১.৩ কোটি টাকা, ইন্ডিয়ান ব্যাঙ্ককে ১.৬২ কোটি টাকা এবং পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকে ১ কোটি টাকার জরিমানা করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সম্মতিতে ত্রুটির জন্য ব্যাংকের উপরে জরিমানা আরোপ করা হয়। কিন্তু ব্যাংক একাউন্ট ধারীদের উপরে এর কোন প্রভাব নেই। ব্যাংক একাউন্টধারীদের নগদ উত্তোলন বা জমা করার উপরে কোন বিধি-নিষেধ আরোপ করে না।

Related Articles

Back to top button