পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন, মাত্র কয়েক দিনে আপনার টাকা দ্বিগুণ হবে – POST OFFICE SCHEME
ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে সাধারণ ও নিম্নবিত্ত মানুষরা তাদের কষ্টের সঞ্চয় জমিয়ে রাখেন। তবে নিম্ন মধ্যবিত্ত কিংবা তার নীচের শ্রেণীর মানুষদের বেশিরভাগই নিজেদের অ্যাকাউন্ট খুলে থাকেন পোস্ট অফিসে। আর পোস্ট অফিসের তরফ থেকেও প্রায়ই সাধারণের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প নিয়ে আসা হয়। সম্প্রতি এই নিবন্ধের সূত্র ধরে তেমনি আরো এক প্রকল্পের উল্লেখ মিলবে। এই মুহূর্তে এই নিবন্ধে ‘কিষান বিকাশ পত্র’ নিয়েই সমস্ত তথ্য প্রদান করা হবে।
কিষান বিকাশ পত্র-
স্বল্প সঞ্চয়ের উপর ভর দিয়েই এই প্রকল্পের গ্রাহক হওয়া যাবে। এই প্রকল্পে নির্ধারিত সময়ের মধ্যে যে পরিমাণ টাকা সঞ্চয় করা যাবে মেয়াদ শেষে তার দ্বিগুণ অর্থ ফিরে পাবেন গ্রাহকরা। এই প্রকল্পে বিনিয়োগের ন্যূনতম সীমা ১০০০ টাকা। যেকোনো ভারতীয় কৃষকরা এই প্রকল্পের গ্রাহক হতে পারবেন। এই প্রকল্পে যারা বিনিয়োগ করবেন তারা ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। এর আগে সুদের পরিমাণ ছিল ৭.২ শতাংশ। এই প্রকল্পের ক্ষেত্রে ৯ বছর ৭ মাসে অর্থাৎ ১১৫ মাসেই জমানো অর্থ দ্বিগুণ হবে। এর সময়সীমা আগে ছিল ১২০ মাস। উল্লেখ্য, এক্ষেত্রে যদি একটি মাসে ১০০০ টাকা করেও জমা করা যায় তবে তার দ্বিগুণ টাকা ফেরত পাবে ঐ নির্দিষ্ট কিষান।
এই প্রকল্পের গ্রাহকরা একা কিংবা যৌথভাবেও অ্যাকাউন্ট খুলতে পারেন। কারণ এই যোজনার গ্রাহক হওয়ার সময় যদি কেউ মারা যান তাহলে, তার সাথে যৌথভাবে যে ঐ অ্যাকাউন্ট হোল্ড করবেন তিনি অ্যাকাউন্টে থাকা বাকি টাকা দাবি করতে পারবেন। এক্ষেত্রে পোস্ট অফিসকে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ও নিজের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। এরপর একটি ফর্ম বৈধ নথি সমেত জমা দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই বাকি টাকা পেয়ে যাবেন অন্য অ্যাকাউন্ট হোল্ডার। ১০ বছরের কম বয়সী শিশুরাও এই যোজনার গ্রাহক হতে পারেন। তবে তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনি হিসাবে বাবা বা মায়ের নাম নথিভুক্ত থাকতে হবে।