নিউজToday Trending Newsদেশ

১ লা অক্টোবরের সকালে বড় ধাক্কা! LPG গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়লো ২০৯ টাকা – LPG Price Hike

দুর্গাপুজোর আগে মুদ্রাস্ফীতির ধাক্কায় দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের

Advertisement

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং সেইসাথে মুদ্রাস্ফীতির জেরে রীতিমতো অতিষ্ঠ গোটা দেশবাসী। সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। আজ অক্টোবর মাসের প্রথম দিনে ঠিক দুর্গাপুজোর আগে মুদ্রাস্ফীতির ধাক্কায় দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়েছে তেল সংস্থাগুলি।

আজ ১ লা অক্টোবর থেকে দেশের রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৩১.৫০ টাকা করে দেওয়া হয়েছে। তবে এর আগে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। গত আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা ও সেপ্টেম্বর মাসে ১৫৮ টাকা কমিয়েছিল। কিন্তু অক্টোবর মাসের শুরুতে সেই গ্যাসের দাম ২০৯ টাকা বেড়ে গেল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশীয় সিলিন্ডারের দাম বাড়েনি। কেন্দ্রীয় সরকারের গার্হস্থ্য সিলিন্ডারে ২০০ টাকা কমানোর ফলে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা সর্বাধিক সুবিধা পাচ্ছেন। তারা ইতিমধ্যেই গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন, কেন্দ্র থেকে ২০০ টাকা কেটে নেওয়ার পরে, তারা গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে ৪০০ টাকা ছাড় পাচ্ছেন।

Related Articles

Back to top button