iPhone 15 কে টেক্কা দেবে নতুন Samsung Galaxy S24 সিরিজ, সামনে এল লঞ্চের তারিখ
Samsung Galaxy S24 সিরিজে ৩ টি স্মার্টফোন বাজারে আসছে
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে প্রিমিয়াম রেঞ্জে বাজিমাত করছে স্যামসং কোম্পানি। আজকাল আইফোনকেও টেক্কা দিতে পারে samsung কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন। এই কোম্পানির Galaxy S24 সিরিজ নতুন করে সকলের প্রিয় হয়ে উঠছে। এই ফ্ল্যাগশিপ ফোনটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে আইফোনের প্রিমিয়াম ফোনের সাথে। এই ফোনের স্পেসিফিকেশন ও দাম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
S23 সিরিজ লঞ্চ হওয়ার পর থেকে কবে S24 লঞ্চ হবে সেই নিয়ে তুমুল চর্চা চলছে। এই সিরিজ নিয়ে অনেক গুজব ও স্পেসিফিকেশন ফাঁস চোখে পড়ছে ইন্টারনেটে। এই নতুন সিরিজ কবে লঞ্চ হচ্ছে সেই নিয়ে এবার তথ্য সামনে এসেছে। টিপস্টার আইস ইউনিভার্স অনুসারে, সিরিজটি ১৮ জানুয়ারী, ২০২৪ এর কাছাকাছি লঞ্চ করা হতে পারে। এই সময়ের মধ্যে লঞ্চ থেকে কোম্পানি অনেক সুবিধা পাবে। এটি কোম্পানিকে Vivo, Xiaomi, OnePlus এবং অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপগুলির সাথে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতায় পড়বে।
Samsung Galaxy S24 ফোনে ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর Galaxy S24 Plus ফোনে ৬.৬৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর Ultra ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। সবক্ষেত্রেই অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এর প্রিমিয়াম মডেলে ১৪৪hz এর রিফ্রেশ রেট থাকবে। এই ফোনে Exynos 2400 বা Snapdragon 8 Gen 3 চিপসেট পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকবে। এতে ৫১০০ mah এর ব্যাটারি আছে।