রিজার্ভ ব্যাংকের সঞ্চয় নিয়ে মোদী সরকারের কার্যকলাপে বিতর্ক বেধেছিল লোকসভা ভোটের আগেই। আগেই রিজার্ভ ব্যাংকের সঞ্চিত অর্থে হাত দিয়েছিল কেন্দ্র। এবার সঞ্চিত সোনা বিক্রয়ের সিদ্ধান্ত নিল মোদী সরকার। আরবিআই এই সিদ্ধান্ত নেওয়ায় বিতর্ক বেঁধেছে দেশ জুড়ে। গত ৩০ বছরে এমন ঘটনা এই প্রথম বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, গত জুলাই মাস থেকে এখনও পর্যন্ত ১.১৫ বিলিয়ন ডলারের সোনা বিক্রি করেছে আরবিআই। আর কিনেছে ৫.১ বিলিয়ন ডলারের সোনা। আরবিআই-এর প্রাক্তন গভর্নর বিমল জালান কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এই বিক্রির লভ্যাংশ কোষাগারেও পাঠানো হবে বলে শীর্ষ ব্যাংক সূত্রে খবর। রিজার্ভ ব্যাংকের ভাঁড়ার ভেঙে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে কেন্দ্র, এমনই অভিযোগ বিরোধীদের।