DA বৃদ্ধির বড় আপডেট দিল সরকার, ২৪ তারিখের মধ্যে পাওয়া যাবে সুখবর
আগামী ১৫ টা দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ হতে চলেছে
আগামী ১৫ দিন কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য খুব বিশেষ হতে চলেছে। মনে করা হচ্ছে এই সময় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। এখনো পর্যন্ত যদি আমরা প্যাটার্ন দেখি তাহলে কেন্দ্রীয় সরকার মন্ত্রিসভার বৈঠকে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। দশের আর আগে এই বৈঠক হতে চলেছে এবং এই সভায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। তারপরেই এই মহার্ঘ ভাতা নিয়ে নেওয়া সিদ্ধান্তের কথা মিডিয়াকে জানানো হয়। আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর এর মধ্যে যেকোনো সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে।
তবে এবারেও প্যাটার্ন কমবেশি একই রকম থাকতে চলেছে। জানিয়ে রাখি, আগামী ২৪ শে অক্টোবর এ বছর দশেরা হতে চলেছে। অর্থাৎ ২৪ শে অক্টোবর এর আগে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। অর্থাৎ এবারে ৪২ শতাংশ থেকে ৪৫ শতাংশ হতে চলেছে মহার্ঘ ভাতা। ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। জানা যাচ্ছে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে।
বৃদ্ধির পর অক্টোবর মাস থেকে আবারো বেশি বেতন পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। তার পাশাপাশি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা এই বেতনের সঙ্গে যোগ করা হবে। এই বৃদ্ধির ফলে ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশন ভোগী উপকৃত হবেন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বোঝা থেকে এই বেতন কর্মচারীদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রদেশ সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এই নির্বাচনকে প্রভাবিত করবে না।