দেশের ৩৫ তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাংলাদেশের শিল্প শহর টাটানগর থেকে উত্তরপ্রদেশে ধর্মীয় শহর বারানসির মধ্যে চলবে এই ট্রেন। এতে বিহারের পাশাপাশি ঝাড়খন্ড এবং উত্তর প্রদেশের বহু মানুষ একসাথে উপকৃত হতে চলেছেন। কিন্তু এর পরিচালনার তারিখ এখনো পর্যন্ত ঠিক করা হয়নি ভারতীয় রেলের তরফ থেকে। তবে মনে করা হয়েছে দীপাবলি নাগাদ এই ট্রেন চালু হতে পারে। এটি হতে চলেছে ভারতের ৩৫ তম বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিকে এটি হতে চলেছে ঝাড়খণ্ডের তৃতীয় ট্রেন। উত্তরপ্রদেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস হবে এটি। দেশের প্রথম বন্দে ভারত ট্রেন ২০১৯ সালে বারানসি এবং নয়া দিল্লির মধ্যে চালানো হয়েছিল। অন্যদিকে ঝাড়খন্ডে প্রথমবার ট্রেন চালানো হয়েছিল এই বছরের জুন মাসে।
রেলের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে টাটানগর এবং বারানসির মধ্যে চালানো এই বন্দে ভারত এক্সপ্রেসে মোট আটটি কোচ থাকবে এবং সপ্তাহে ছয় দিন পর্যন্ত চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। পুরুলিয়া বোকারো গোমো গয়া এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এই ট্রেন থামবে বলে জানা যাচ্ছে। টাটানগর থেকে বারানসি পর্যন্ত ৫৭৪ কিলোমিটার দূরত্ব ৭ ঘন্টা ৫০ মিনিটে কভার করবে এই ট্রেন। এই ট্রেনের গড় গতিবেগ হবে ঘন্টায় ৭৩.৩ কিলোমিটার। অন্যদিকে ফিরতে ৭ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগবে এই ট্রেনের। সেই সময় এই ট্রেনের গড় গতিবেগ হবে ৭৭.৪ কিলোমিটার প্রতি ঘন্টা।
রেলে তরফে জানানো হয়েছে, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশের মধ্যে এই ট্রেন একটা মৈত্রীর মত কাজ করবে। ২০১৯ সালে নয়া দিল্লি এবং বারানসির মধ্যে প্রথমবার বন্দে ভারতে এক্সপ্রেস চালানো হয়েছিল। একইভাবে জুন মাসে রাচি এবং পাটনার মধ্যে ঝাড়খণ্ডের প্রথম বন্দে ভারত চালানো হয়েছিল। এখনো পর্যন্ত দেশে ৩৪টি বন্দে ভারত ট্রেন চলছে। বর্তমানে এটি শতাব্দী রুটে চালানো হচ্ছে। রেলওয়ে এখন স্লিপার বন্দে ভারত ট্রেন তৈরি করছে যা রাজধানী রুটে চলবে।