সন্ত্রাসে মদতকারীর দেশের বিরুদ্ধে ইউরোপীয়ান পার্লামেন্টের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যা ৭ টায় ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। আজ দিল্লির লোক কল্যাণ মার্গ ভবনে নরেন্দ্র মোদী ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্যদের মুখোমুখি হবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁদের বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছে। তার আগে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘সন্ত্রাসে মদতকারী দেশের প্রতি পার্লামেন্টের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
কোন কোন দেশ প্রতিনিয়ত এমন কিছু সংগঠনকে মদত দেয় যারা আদতে সন্ত্রাস সৃষ্টি করে বেড়ায়। এই সমস্ত দেশে সন্ত্রাস নির্মূল করতে পার্লামেন্টকে অগ্রণী ভূমিকা নিতে হবে।’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্য আসলে নাম না করে পাকিস্তানের প্রতি বার্তা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আজকের বৈঠকের মাধ্যমে পার্লামেন্টের সাথে ভারতের সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি পাকিস্তানকে চাপে ফেলার কৌশল বলে মনে করা হচ্ছে। আগামী কাল ইউরোপীয়ান পার্লামেন্টের এই প্রতিনিধি দল কাশ্মীরে যেতে পারে বলে জানা গেছে।