২০২৩ একদিনের বিশ্বকাপে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিন বিশ্বকাপের ৯ম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে বিষ্ময়কর রেকর্ডটি নিজের নামে করেছেন হিট-ম্যান। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গত ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে জয়লাভ করে বিশ্বকাপের জয় যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। এবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখলেন বিরাট বাহিনী।
গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-আফগানিস্তান ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করলেও শেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। জসপ্রিত বুমরাহদের বিপক্ষে ব্যাটিং করে আফগানিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ২৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে জসপ্রিত বুমরাহ সর্বোচ্চ ৪ উইকেট দখল করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ২টি এবং শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব ১টি করে উইকেট দখল করেন।
এদিকে আফগানিস্তানের দেওয়া মাত্র ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিশ্বকাপের ইতিহাসে বিষ্ময়কর রেকর্ডটি নিজের নামে করেছেন হিট-ম্যান রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৮৪ বলে ব্যক্তিগত ১৩১ রানের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে ৭টি সেঞ্চুরি সহ সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ইতিপূর্বে ৬টি সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষস্থানে ছিলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। এছাড়া আইসিসির টুর্নামেন্টে সার্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের নামে করেছেন রোহিত শর্মা।
এদিন তিনি ১৩১ রানের ইনিংসে ৫টি ছক্কা হাঁকিয়ে ক্রিজ গেইলকে পিছনে ফেলে এই বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন। ICC টুর্নামেন্টে ক্রিজ গেইলের ৫৫৩টি ছক্কার রেকর্ড ভেঙে ৫৫৬টি ছক্কা সহ এই তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন রোহিত শর্মা। এদিন অধিনায়কের পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে অপরাজিত ৫৫ রানের সুবাদে ১৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। উল্লেখ্য, আগামী ১৪ই অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে ব্লু-বাহিনী।