কীভাবে ঘরে বসে সহজেই আধার কার্ডে ঠিকানা আপডেট করবেন – Aadhaar Card Update

বর্তমানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যেকোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয়। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোন পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রেও আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি।…

Avatar

বর্তমানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যেকোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয়। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোন পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রেও আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে আধার কার্ড সংক্রান্ত একটি বড় তথ্য সামনে এসেছে, যা শুনলে অবাক হবে একাধিক সাধারণ জনতা। নিম্নে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল। উল্লেখ্য এখন ইউআইডিএআই ছাড়াও বিএলএ-র মত সংস্থা আধার কার্ড তৈরি করা শুরু করেছে।

অনেকসময় বহু মানুষ নিজেদের বাসস্থান পরিবর্তন করেন, সেক্ষেত্রে আধার কার্ডে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বৈধ ঠিকানা পরিবর্তন করতে উদ্যোগী হতে হয়। বর্তমানের কর্মব্যস্ত জীবনে সবসময় আধার অফিসে গিয়ে সময় দেওয়া সম্ভব হয় না। তবে এই প্রক্রিয়া খুব সহজেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হবে এই নিবন্ধে।

কিভাবে ঠিকানা আপডেট করবেন?

১) প্রথমে ইউআইডিএআই-এর (myaadhaar.uidai.gov.in/) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে।
২) এরপর নিজের আধার নম্বর প্রদত্ত জায়গায় লিখতে হবে।
৩) এর পরের ধাপে ক্যাপচা কোড লিখে সেন্ড ওটিপি-তে ক্লিক করতে হবে।
৪) এরপরই আধার আপডেটে গিয়ে ক্লিক করতে হবে।
৫) এরপর ঠিকানা নির্বাচন করে আধার আপডেটে ক্লিক করতে।
৬) এরপর পুরানো ঠিকানা স্ক্রিনে দৃশ্যমান হবে। এরপরই নতুন ঠিকানা দিতে হবে প্রদত্ত জায়গায়। পাশাপাশি সমস্ত নথি দিতে হবে নতুন করে।
৭) এরপর পরবর্তী ধাপে যেতে হবে অর্থাৎ পেমেন্ট অপশন দৃশ্যমান হবে স্ক্রিনে। ৫০ টাকা দিতে হবে নতুন করে ঠিকানা আপডেট করার জন্য। ইউপিআই কিংবা নেট ব্যাঙ্কিং যেকোনো পদ্ধতিতেই টাকা জমা করা যাবে।
৮) এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দু’দিনের মধ্যেই আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট হয়ে যাবে।