বিশাল স্কিম! পোস্ট অফিসে মাসে মাত্র ৫০০০ টাকা করে রেখে পেয়ে যান ৩.৬ লক্ষ টাকা
সকলেই তাদের সঞ্চিত অর্থ রাখতে ব্যাংকই বেছে নেয়। কিন্তু ব্যাংকের থেকেও অনেক ভালো স্কিম আছে ভারতীয় পোস্ট অফিসের। তেমনই একটি স্কিম হলো ‘রেকারিং ডিপোজিট’। ‘রেকারিং ডিপোজিট’ হলো এমন একটি স্কিম যেখানে গ্রাহক প্রতিমাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য জমাতে পারে। ব্যাংকের ক্ষেত্রে এই সময়টা অনির্দিষ্টকাল হলেও , পোস্ট অফিসের ক্ষেত্রে এই সময়টা সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ পোস্ট অফিসে ‘রেকারিং ডিপোজিট’ ১ থেকে ৫ বছরের জন্যেই করা যাবে।
কিন্তু হিসেব করলে দেখা যায়, ব্যাংক ‘রেকারিং ডিপোজিট’ এ যত শতাংশ সুদ দেয়, পোস্ট অফিস তার থেকে অনেকটাই বেশি দেয়। ব্যাংক গুলির মধ্যে SBI এবং HDFC তে ‘রেকারিং ডিপোজিট’ এ সুদের হার সবচেয়ে বেশি, যথাক্রমে ৬.২৫ এবং ৬.৭৫ শতাংশ করে। পোস্ট অফিসের ত্রৈমাসিক কম্পাউন্ড ‘রেকারিং ডিপোজিট’ স্কিমে সুদ মেলে ৭.২ শতাংশ করে। ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, পোস্ট অফিসে একজন মাত্র ১০ টাকা দিয়ে ‘রেকারিং ডিপোজিট’ অ্যাকাউন্ট খুলতে পারবে, এবং ৫ এর গুনিতক হিসেবে টাকা জমাতে পারবে। একজন যদি ১০ টাকা করে ৫ বছর অর্থাৎ ৬০ মাস ‘রেকারিং ডিপোজিট’ এ টাকা রাখে তাহলে ৬০ মাস পরে দিয়ে তার মোট আমানতের পরিমাণ দাঁড়াবে ৭২৫.০৫ টাকা।
পোস্ট অফিসের ‘রেকারিং ডিপোজিট’ স্কিমে যেভাবে মোট আমানতের পরিমাণ হিসেব হয়-
আপনি প্রতিমাসে যে নির্দিষ্ট টাকাটা রাখছেন তাকে ১০ দিয়ে ভাগ করে ভাগফলটিকে ৭২৫.০৫ দিয়ে গুণ করলেই ৫ বছর পর আপনার মোট আমানতের পরিমাণ পেয়ে যাবেন। কেউ যদি ৭৫০ টাকা করে মাসে জমায় তাহলে, ৭৫০/১০=৭৫; ৭৫*৭২৫.০৫=৫৪৩৭৮.৭৫ টাকা হবে মোট আমানতের পরিমাণ।
এই স্কিমে ৫০০০ টাকা করে প্রতি মাসে জমা করলে ৫ বছরে মোট আমানত দাঁড়াবে ৩,৬২,৫২৫ টাকায়।
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।