আগামী মাসেই লঞ্চ হচ্ছে ২৮০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট নতুন হন্ডা অ্যাক্টিভা, জেনে নিন আসল সত্যিটা – HONDA ACTIVA
আগামী কয়েকদিনের মধ্যেই এই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে ভারতে
হোন্ডা কোম্পানির ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যেই বেশ উন্মাদনা রয়েছে। দেশের সবথেকে বড় কোম্পানি হন্ডা তার ACTIVA ইলেক্ট্রিক স্কুটারের জন্য মানুষের কাছে বেশ জনপ্রিয়। হোন্ডা এক্টিভার ভক্ত রয়েছে সারা ভারতে এবং সেই কারণে ভারতের বাজারে এই ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা রীতিমতো বৃদ্ধি পাচ্ছে। তাদের হন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার ভারতের সবথেকে বড় ইলেকট্রিক স্কুটার। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এর বৈদ্যুতিক সংস্করণ নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে হোন্ডা কোম্পানিটি। এখনো পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার কোন অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি। কিন্তু আপনি এই ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত বৈশিষ্ট্য এবং শক্তিশালী পারফরম্যান্স দেখতে পাবেন।
এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার হবে শক্তিশালী মোটর ব্যাটারি এবং এর থাকবে একটা দারুন কর্মক্ষমতা। তবে এর স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তারিত বৈশিষ্ট্য এখনো পর্যন্ত জানানো হয়নি। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে আসন্ন বৈদ্যুতিক একটিভা ২৮০ কিলোমিটার এরও বেশি পরিসর আপনাকে প্রদান করতে পারে। ওলা কোম্পানির এবং টিভিএস কোম্পানির ইলেকট্রিক স্কুটার এর সাথে কঠিন প্রতিযোগিতা করবে এই ইলেকট্রিক স্কুটার। এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হবে এবং এর ব্যাটারির চার্জ হতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা মত সময় লাগবে।
উন্নত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত থাকবে এই নতুন ইলেকট্রিক স্কুটার। আপনারা ডিজিটাল টাচ স্ক্রিন বিনোদন সিস্টেম পেয়ে যাবেন। তার সাথে মোবাইলের সাথে সংযোগ করার জন্য বিভিন্ন বৈশিষ্ট্য আপনারা পেয়ে যাবেন। সতর্কতা বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনারা এই ইলেকট্রিক স্কুটার। বিভিন্ন রাইডিং মোড থাকছে। এছাড়াও আপনারা পাচ্ছেন মিউজিক প্লেয়ার, স্পিকার, ইউএসবি চার্জার, ডিস্ক ব্রেকের মত অনেক উন্নত বৈশিষ্ট্য। মোটামুটি ১.৪ লক্ষ টাকা দাম হবে এই ইলেকট্রিক স্কুটারের।