সুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি এস এ বোবদে

সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর স্থলাভিষিক্ত হতে চলেছেন শরদ অরবিন্দ বোবদে। বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ নভেম্বর। সূত্রের খবর, তার পর দিনই অর্থাৎ ১৮ নভেম্বর দেশের…

Avatar

সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর স্থলাভিষিক্ত হতে চলেছেন শরদ অরবিন্দ বোবদে। বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ নভেম্বর। সূত্রের খবর, তার পর দিনই অর্থাৎ ১৮ নভেম্বর দেশের ৪৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে। এই সংক্রান্ত নির্দেশিকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইতিমধ্যে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

নাগপুর জাত এই বিচারপতির বর্তমান বয়স ৬৩ বছর। বর্তমানে সুপ্রিমকোর্টের বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে অন্যতম তিনি। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ অক্টোবর সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ দায়িত্ব গ্রহণ করেছিলেন। মাঝখানে তাঁকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তবে নিজের কাজে অবিচল থেকে আগামী ১৭ নভেম্বর কার্যকালের মেয়াদ শেষ করছেন তিনি।

About Author