আমাজন, পৃথিবীর এক অন্যতম অনলাইন বাজার। প্রায় সবকিছুই পাওয়া যায় এই সংস্থার তরফ থেকে। প্রতিটি জিনিসপত্রে থাকে ওয়ারেন্টি, সাধারন মানুষের নিঃসন্দেহে জিনিসপত্র কিনতে পারে এই সংস্থা থেকে। ভারতের সমস্ত এলাকায় এই সংস্থার জিনিসপত্র ডেলিভারি করা হয়। এই সংস্থার জিনিসপত্রের গুনগত মান এতটাই ভালো হয় যে এটি মূলত ভারতের এক অন্যতম বিশ্বাসযোগ্য অনলাইন বাজার হয়ে উঠেছে। কিন্তু আমাজনের বিরুদ্ধে উঠল এক গুরুতর অভিযোগ।
খগেন মুর্মু নামক এক ব্যক্তি যিনি মালদার বিজেপির এক এমপি, তিনি অভিযোগ দায়ের করেছেন আমাজনের নামে। তার অভিযোগ, তিনি আমাজনে অনলাইনে একটি মোবাইল অর্ডার করেন। তিনি স্যামসাং মোবাইল অর্ডার করেন, কিন্তু অর্ডারটি আসার পর তিনি খুলে দেখে চমকে গেলেন কারন সেই প্যাকেটের মধ্যে ছিল রেডমি ৫এ। তারপর যখন ফোনের ঢাকনা খুলে দেখতেই তার চোখ মাথায় উঠে কারন ফোনের ঢাকনার ভেতর ছিল একটি পাথর। তিনি দেখার সঙ্গে সঙ্গেই থানায় ওই অনলাইন সংস্থার নামে অভিযোগ দায়ের করেন। এবার দেখার বিষয় পুলিশ প্রশাসন আমাজনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়।