সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে দর্শক সংখ্যা একদমই চোখে পড়ার মতো হয়নি তার জন্য ভারতের অধিনায়ক বিরাট কোহলির গলায় আক্ষেপও শোনা যায়। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি নির্দিষ্ট পাঁচটি ভেনুতে টেস্ট ম্যাচ করার জন্য প্রস্তাব দেন।
সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি হওয়ার পর টেস্ট ক্রিকেটে মাঠ ভরানোর জন্য অনেক রকম পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। তারই প্রথম পদক্ষেপ হিসেবে সৌরভ সিদ্ধান্ত নেন গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ করার। নভেম্বরের ২২-২৬ তারিখ ইডেন গার্ডেনে হতে চলা এই ম্যাচে থাকছে অনেকগুলি চমক।
এতদিন ইডেন গার্ডেনে হওয়া টেস্ট ম্যাচে একদিন খেলা দেখার জন্য টিকিট পাওয়া যেত ১০০ টাকায়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় সিদ্ধান্ত নেন ৫০ টাকা থেকে প্রতিদিনের টিকিট রাখার। ৫০,১০০,১৫০ তিন রকম ডেইলি টিকিট রাখার হচ্ছে। ৬৮০০০ দর্শকাসনের ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়া অতীতের টেস্ট ম্যাচ গুলিতে ভারতের অন্যান্য ভেনুর থেকে বেশি দর্শক হয়েছে।
এবার যে ইডেন কানায় কানায় পূর্ণ হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বর্তমান সিএবি সেক্রেটারি অভিষেক ডালমিয়া বলেন আমরা এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা আগে শুরু করার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছি।