কখনো করোনা অতিমারি, কখনো প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক বছরের দুর্গাপুজোর আনন্দ একেবারে মাটি হয়ে গিয়েছিল। এবার আর কোনো বাধা নেই। পুরো দমে পুজো উপভোগ করছেন সবাই। মহালয়া থেকে শুরু হয়েছে প্যান্ডেল হপিং। শহরের বড় বড় বহু পুজো উদ্বোধন করা হয়েছিল ওই দিন। মহালয়া থেকে দশমী, টানা ঠাকুর দেখার সুযোগ রয়েছে বঙ্গবাসীর সামনে। গত কয়েক বছরের গ্লানি ভুলে উৎসবের জোয়ারে গা ভাসিয়েছেন অনেকে। লোকের মুখে মুখে ঘুরছে কিছু পুজো মণ্ডপের কথা। এবারেও সুপার হিট শ্রীভূমির থিম। কাতারে কাতারে মানুষ সেখানে যাচ্ছেন।
শ্রীভূমি ছাড়াও কলকাতায় অনেক পুজো মণ্ডপ রয়েছে যেগুলো আপনার চোখ সার্থক করবে। কলকাতা মানে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতার অন্যতম জায়গা কলেজ স্ট্রিট। শহরের ঐতিহ্যবাহী এই স্থানে রয়েছে একের পর এক নাম করা পুজো। প্রতিমা, থিম, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ইত্যাদি সেখানে দেখার মতো। কলেজ স্ট্রিটের একাধিক নামকরা পুজো এবারেও সাধারণ মানুষের নজর কাড়তে বাধ্য। এখনও দেখে না থাকলে তাড়াতাড়ি করুন, মিস করা চলবে না।
মহম্মদ আলি পার্ক: ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে মহম্মদ আলি পার্কের পুজো। এবারে এখনকার থিম কেদারনাথের মন্দির। যারা কেদারনাথ যাননি, তারা এই মণ্ডপের মাধ্যমে দেব ভূমির আমেজ পেতে পারেন। প্রতিমাকেও গড়া হয়েছে একেবারে প্যান্ডেল এবং থিম এর সঙ্গে মানানসই করে। মায়ের এই মূর্তি তৈরি করেছেন মেদিনীপুরের বিখ্যাত কারিগর কুশবেরা।
সন্তোষ মিত্র স্কোয়ার: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার ৮৮তম বর্ষে পদার্পণ করল । অযোধ্যার রাম মন্দিরের আদলে উঠেছে। বাঁশ, কাপড় দিয়ে দারুণ সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এবারে পূজো উদ্বোধন করতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলেজ স্কোয়ার: আলোকসজ্জার জন্য বরাবর পরিচিত কলেজ স্কোয়ারের পুজো। ৭৬ তম বর্ষে পদার্পণ করল তারা। প্রায় ১৬২ ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে। মহীশূরের রাজপ্রাসাদের আদলে গড়ে উঠেছে।