দেশনিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত কমপক্ষে ২০

Advertisement

মধ্যপ্রদেশ : ভারতবর্ষে সড়ক দুর্ঘটনা নতুন কিছু ব্যাপার নয়। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি বছর পথ দুর্ঘটনায় প্রায় ৪০০ জন মারা যায়।এবার ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী রইলো মধ্যপ্রদেশ।

আজ বুধবার, ভোর দেড়টায় সড়ক দুর্ঘটনায় চার মহিলা প্রাণ হারায় এবং ২০ জন আহত হয় মধ্যপ্রদেশের ঝাঁসি জেলার পান্ডোখর থানা সীমানায়।

রতনগড় মাতা মন্দিরে ভাই দুজ উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল বেশ কিছু ভক্ত। আর অনুষ্ঠান শেষের পর তারা ঝাঁসি জেলার তাদের গ্রামের দিকে রওনা দিয়েছিল একটি ট্র্যাক্টর ট্রলি নিয়ে। কিন্তু বাড়ি পৌঁছানো তাদের কপালে ছিল না। এই গাড়িটি ভারসাম্য বজায় রাখতে না পেরে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। আর এই ঘটনায় ৪ জন মহিলা প্রাণ হারান এবং আহত হন ২০ জন।

আহত সমস্ত ব্যাক্তিদের চিকিৎসার জন্য ঝাঁসি পাঠানো হয়েছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এই ঘটনা কি নিছক দুর্ঘটনা না অন্য কিছু তার তদন্ত করছে পুলিশ।

Related Articles

Back to top button