কেন্দ্রীয় কর্মচারীদের অপেক্ষার পালা শেষ! ১৮ মাসের মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় সুখবর – 7th Pay Commission
সপ্তম বেতন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী এবারে মহার্ঘভাতা আসবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে
কেন্দ্রীয় কর্মচারী এবং বহুদিন ধরেই মহার্ঘ ভাতার বকেয়ার জন্য অপেক্ষা করছেন। এই বিষয়টা এতদিন ধরে অমীমাংসিত ছিল। সমস্ত কর্মচারীরাই চেয়ে থাকেন তাদের বকেয়া ডিএ এবং বকেয়া টাকা যেন তাদের একাউন্টে চলে আসে। সেই টাকা তারা সংরক্ষণ করতে চাইছেন। অন্যদিকে এই মুহূর্তে আলোচনা শুরু হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবারের শীঘ্রই তাদের একাউন্টে মহার্ঘ ভাতা বকেয়া পরিমাণ জমা করতে পারে। এমনটা হলে কিন্তু, বিষয়টা কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা উপহারের থেকে কম কিছু হবে না।
আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন হওয়ার কথা এবং সেই কারণেই সরকার আনুষ্ঠানিকভাবে মহার্ঘ ভাতা ঘোষনা এখনো পর্যন্ত করেনি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বড় ঘোষণা আসতে চলেছে সরকারের তরফ থেকে। এবারে মোদি সরকার কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া পাঠাতে চলেছে যা সবার জন্য একটা বড় উপহার হবে। উচ্চপদস্থ কর্মচারীদের একাউন্টে প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা একসাথে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর কারণে মোদি সরকার ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত সরকারি কর্মচারীদের দেড় বছরের বকেয়া মহার্ঘ ভাতা পাঠাতে পারেনি। এরপর থেকে একাউন্টে টাকা জমা দেওয়ার দাবি জানিয়ে আসছে কর্মচারী সংগঠন গুলি। এই বিষয়ে সরকারের তরফ থেকে একাধিকবার আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি। এখনো পর্যন্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা পাঠানো সম্ভব হয়নি সরকারের তরফ থেকে