পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দরিদ্র মানুষদের জন্য একগুচ্ছ প্রকল্পের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যার মধ্যে একটি হল খাদ্যসাথী প্রকল্প নামে পরিচিত। রাজ্যসরকারের পর পক্ষ থেকে এই প্রকল্পের উদ্বোধন করা হয় ২০১৬ সালে।
এই প্রকল্পে প্রকল্পে প্রায় ৮ কোটি জনগণ ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে পিডিএস দ্রব্য পেয়ে থাকেন। এই প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ৭.৫ কোটি অর্থাৎ জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ ২ টাকা কেজি দরে চাল ও গম পেয়ে থাকেন এবং ৫০ লাখ মানুষ বাজারে দামের অর্ধেক দামে খাদ্যশস্য পায়। কিন্তু এর পরেও বেশ কিছু জনগন এই সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন করে ডিজিটাল রেশন কার্ড করার উদ্যোগী হয়েছে রাজ্যের খাদ্য দফতর। এই কার্ড শুধুমাত্র রেশন পাওয়ার ক্ষেত্রে নয় এবার থেকে পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে।
আর আবেদনকারীর আর্থিক অবস্থা পরীক্ষা করে নভেম্বর মাস থেকেই বাড়িতে খাদ্য দফতর বাড়িতে নতুন রেশন কার্ড পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। ক্যুরিয়র বা ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর বাড়িতে ৩০ শে নভেম্বর এর মধ্যে সমস্ত কার্ড পাঠানোর কাজ শেষ করতে বলা হয়েছে।