দেশনিউজ

জার্নি ফর টাইগার, বাঘ বাঁচানোর আর্জি নিয়ে ভারত ভ্রমন কলকাতার এই দম্পতি

Advertisement

বিশ্বজুড়ে দিনের পর দিন কমছে বন্যপ্রাণ, কমছে বাঘ। তাই বাঘ না মেরে তাকে অভয়ারণ্যের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে গত ফেব্রুয়ারি মাসে বাইকে ভারত ভ্রমণে বের হন কলকাতার দম্পতি রথীন্দ্রনাথ দাস ও স্ত্রী গীতাঞ্জলি দাস। তাদের এই প্রচারের নাম তারা দিয়েছেন ‘জার্নি ফর টাইগার’।

ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার সময় তাদের উদ্যেশ্য ছিল সারা দেশের ২২ টি অভয়ারণ্যে যাবেন, সেখানকার বনদফতরের সাথে দেখা করবেন, কথা বলবেন বনের ধারে যারা বাস করে তাদের সাথে। ইতিমধ্যেই তারা ঘুরে ফেলেছেন বেশিরভাগ অভয়ারণ্য’ই।

তারা সারা দেশের ২৮ টি রাজ্য ও ৫ টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে ফেলেছেন। এরপর তাদের ইচ্ছা আরও ১৩ টি বিভিন্ন দেশে যাওয়ার। সেখানে গিয়ে বাঘেদের বাঁচানোর আর্জি জানাবেন তাঁরা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসেই তাদের এই ১৩ টি দেশে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রথীন্দ্রনাথ দাস।

Related Articles

Back to top button