পৃথিবী জুড়ে তাপমাত্রা বাড়ছে প্রতিনিয়ত। আর এই তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্রের জলস্তরও বাড়ছে পাল্লা দিয়ে। সম্প্রতি প্রকাশিত একটি মার্কিন সংস্থার রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, আগামী ২০৫০ সালের মধ্যে সমুদ্রে তলিয়ে যেতে পারে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরগুলি। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, যেভাবে প্রতি বছর পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে করে সমুদ্রের জলস্তর ক্রমশই বাড়ছে। পৃথিবী জুড়ে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের মাত্রা না কমাতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবেনা বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।
ওই সংস্থার মতে, সমুদ্রের জলস্তর যে হারে বাড়ছে তাতে সারা পৃথিবীর প্রায় ১৪০ কোটি মানুষের উপর প্রত্যক্ষ ভাবে এর প্রভাব পড়বে। আগে ১০০ বছরে সমুদ্রের জলের স্তর বাড়তে দেখা যেত। কিন্তু বর্তমানে প্রতি বছর একটু একটু করে জলের স্তর বাড়ছে বলে মত ওই সংস্থার। রিপোর্টে প্রকাশ পেয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক না হলে ৬০ থেকে ১১০ সেন্টিমিটার বেড়ে যাবে জলস্তর।
প্রসঙ্গত এর আগেও ২০১৫ সালে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এই বিষয়ে। জলস্তর এভাবে বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলবর্তী মানুষের। ভারত, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম এই দেশ গুলোর উপকূলবর্তী মানুষের প্রবল ক্ষতি হবে বলে জানানো হয়েছিল ২০১৫ সালেই। কলকাতা, হাওড়া, মুম্বাইয়ের মত শহরগুলো ভারতের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করা হয়েছিল।