গত সপ্তাহেই ভারত ও পাকিস্তানের মধ্যে গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগেই পাকিস্তানের করতারপুরের সাহেব দরবার পরিচালনার পদ্ধতি এবং উদ্বোধন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। আগামী ৯ ই নভেম্বর অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। আজ, বুধবার খবর সূত্রে জানা যায় যে বহুল প্রতীক্ষিত করতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ এর পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সিনেটর ফয়সাল জাভেদ খান উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফোনে আলাপচারিতা করেন এবং তাকে ৯ ই নভেম্বর তাকে দেশে আমন্ত্রণ জানানো হয়েছে। করতারপুর করিডোরটি হল একটি গলি রাস্তা যার মাধ্যমে ভিসা ছাড়াই ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের মধ্যে যোগাযোগ রাখা যাবে। এর আগে করতারপুর করিডোরের ভিত্তি ভাঙা অনুষ্ঠানে অংশ নেওয়ায় সিধুকে কংগ্রেসের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত করা হয় নি এবং তিনি ৯ই নভেম্বর আবার পাকিস্তানের গুরুদ্বার সফরে যাচ্ছেন।
এই প্রথম ৯ই নভেম্বর ভারত থেকে তীর্থযাত্রীদের দল প্রতিবেশী দেশে রওনা দিবে বলে জানিয়েছে পাঞ্জাব সরকার। এছাড়া এদিন গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উৎযাপনের জন্য এবং করতারপুর করিডোরের জন্য বহু বুদ্ধিজীবী ও অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ ৫০০ জনকে আমন্ত্রণ জানায় পাঞ্জাব সরকার।