দেশনিউজ

SBI এর অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন

Advertisement

দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্যে ১লা নভেম্বর, ২০১৯ থেকে সুদের হার কমাতে চলেছে। খুচরো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট গুলিতে সুদের হার ০.২৫ শতাংশ কমানো হবে। আগে স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ব্যাংক ৩.৫% হারে সুদ দিতো। যা এবার কমে হবে ৩.২৫%।

স্টেট ব্যাংকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানোর জেরেই কমানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমান। সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.১৫% রেপো রেট করেছে আরবিআই। আর তার জেরেই সেভিংসে সুদ কমানোর কথা ঘোষণা শীর্ষ ব্যাংকের।

এছাড়া ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছে এসবিআই। এক থেকে দুই বছরের মেয়াদের ক্ষেত্রে কমেছে সুদ। ফিক্সড ডিপোজিটে আগে যেখানে ৬.৫% হারে সুদ মিলত, এবার সেই সুদ পাওয়া যাবে ৬.৪% হারে। প্রবীণ নাগরিকদের জন্যেও সুদের হার কমিয়েছে দেশের শীর্ষ ব্যাংক। প্রবীণ নাগরিকদের সুদের হার ৭% থেকে কমে হয়েছে ৬.৯%।

Related Articles

Back to top button