BREAKING NEWS: পাকিস্তানে করাচি-রাওয়ালপিন্ডি তেজগাম এক্সপ্রেস ট্রেনে আগুন

পাকিস্তান : আজ বৃহস্পতিবার পাকিস্তানের রহিম ইয়ার খানের কাছে লিয়াকতপুরে করাচি-রাওয়ালপিন্ডি তেজগাম এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার দুর্ঘটনায় কমপক্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। সকালে সিলিন্ডার বিস্ফোরণের…

Avatar

পাকিস্তান : আজ বৃহস্পতিবার পাকিস্তানের রহিম ইয়ার খানের কাছে লিয়াকতপুরে করাচি-রাওয়ালপিন্ডি তেজগাম এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার দুর্ঘটনায় কমপক্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

সকালে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে। এক সময় তেজগাম এক্সপ্রেসের তিনটি বগি আগুনে জড়িয়ে পড়ে। আর এই কারণেই এতজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

About Author